বাংলা নিউজ > ঘরে বাইরে > সরকারে এলে ৩০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ প্রতি মাসে! মোদীগড় গুজরাতের ভোটে কেজরিওয়ালের প্রতিশ্রুতি

সরকারে এলে ৩০০ ইউনিট বিনামূল্যের বিদ্যুৎ প্রতি মাসে! মোদীগড় গুজরাতের ভোটে কেজরিওয়ালের প্রতিশ্রুতি

অরবিন্দ কেজরিওয়াল।(PTI Photo) (PTI)

এদিন বক্তব্য রাখার সময় কেজরিওয়াল বলেন, 'আমরা দিল্লি এবং পাঞ্জাবে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। পঞ্জাবে এই বছরের ১৬ মার্চ পার্টি ক্ষমতায় এসেছে। গুজরাতে, মানুষ উচ্চমাত্রায় বিদ্যুতের চার্জ দেওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা শুধুমাত্র ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যের বিদ্যুৎ সরবরাহই করব না, ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎও নিশ্চিত করব। '

পঞ্জাবের বিধানসভা ভোটে ঝোড়ো জয় ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। এদিকে, চণ্ডীগড়ের পুরভোট থেকে মধ্যপ্রদেশের মেয়র পদের ভোটেও অরবিন্দ কেজরিওয়ালের দল দাপুটে পদক্ষেপ করেছে। এবার মোদীগড় গুজরাতে বিধানসভা ভোটের দামামা বাজতেই বড়সড় প্রতিশ্রুতি দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

গুজরাতে আসন্ন বিধানসভা ভোট হতে এখনও কয়েক মাস বাকি। তবে সমস্ত দলই সেখান নিজের মতো করে পিচ প্রস্তুত করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবারে গুজরাত ভোট নিয়ে দিলেন রণহুঙ্কার। গুজরাতবাসীর জন্য তিনি যে সমস্ত প্রতিশ্রুতি তুলে ধরেছেন, তার মধ্যে অন্যতম হল প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা। তবে তার জন্য আম আদমি পার্টিকে বিজেপির পোক্ত গড় গুজরাতে সরকারে আনতে হবে ভোটদাতাদের। এই বার্তাই দেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন বক্তব্য রাখার সময় কেজরিওয়াল বলেন, 'আমরা দিল্লি এবং পাঞ্জাবে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। পঞ্জাবে এই বছরের ১৬ মার্চ পার্টি ক্ষমতায় এসেছে। গুজরাতে, মানুষ উচ্চমাত্রায় বিদ্যুতের চার্জ দেওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা শুধুমাত্র ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যের বিদ্যুৎ সরবরাহই করব না, ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎও নিশ্চিত করব। ' ভুঁড়ির মেদ চিন্তা বাড়াচ্ছে? পান করুন তামার পাত্রে রাখা জল, মিলবে বহু উপকার

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, তিনি ও তাঁর পার্টি কৃষিকাজের কথা বেবেই আরও বেশি করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দিকে ঝুঁকে পড়ছে। আর বিনামূল্যের বিদ্যুৎ যাতে সরবরাহ করা যায় সেই উদ্দেশে নানান সমস্যা মেটানোর জন্য সমাধানের রাস্তা তৈরির বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করতে চান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, 'আমি জানি বিনা মূল্যের বিদ্যুৎ সরবরাহের ম্যাজিক কোথায়! এটা উপর থেকে আসা একটি আশীর্বাদ।'

বন্ধ করুন