সদ্য শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিলের ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে, রিপোর্ট বলছে, তার ২৪ ঘণ্টার মধ্যে ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। সেই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন যায় বাংলাদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ রফিকুল আলমের কাছে। এই বিষয়ে মুখ খুলে তিনি পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত একটি বক্তব্য রাখেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম বিডি ২৪ লাইভ ডট কমের খবর অনুসারে বাংলাদেশের বিদেশমমন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম বলেন,' কারও পাসপোর্ট বাতিল করা হলে সব দেশকে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক। পাসপোর্ট বাতিল হয়ে গেলে ভিসার কোনও ইস্যু থাকে না।' এছাড়াও ভারতের থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে রফিকুল আলম বলেন,' শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে।' এর আগেও বাংলাদেশের তরফে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন যে, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি ভারতকে পাঠানো হয়েছে, তবে তার উত্তর আসেনি এখনও। সেই কথেই সদ্য উঠে এসেছে রফিকুল আলমের তরফে।
এদিকে, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে দিল্লিতে একটি চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করা হয়। সদ্য বাংলাদেশের তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান বলেন,' ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন, ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে।'
এদিকে, সদ্য ওই সাংবাদিক সম্মেলনে রফিকুল আলম প্রসঙ্গ তোলেন জুলাই আন্দোলনের আহতের বিষয়ে। তিনি বলেন জুলাই আন্দোলনের আহতদের চিকিৎসার জন্য,'তাদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে বিদেশমন্ত্রক। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দু'জন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন।' রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন,‘সাম্প্রতিক ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সর্তক রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।'