বাংলা নিউজ > ঘরে বাইরে > এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর নীতি মানলে কেউ ভারতকে ভাগ করতে পারবে না: মোদী

এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর নীতি মানলে কেউ ভারতকে ভাগ করতে পারবে না: মোদী

শিবগিরি তীর্থযাত্রার ৯০তম বার্ষিকী এবং নয়াদিল্লিতে ব্রাহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী (PTI)

Narendra Modi: শিবগিরি তীর্থযাত্রার ৯০তম বার্ষিকী এবং নয়াদিল্লিতে ব্রাহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেন যে মানুষ যদি কেরলের সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর শিক্ষা ‘এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর’ সঠিকভাবে অনুসরণ করে তবে বিশ্বের কোনও শক্তি ভারতকে ভাগ করতে পারবে না। শিবগিরি তীর্থযাত্রার ৯০তম বার্ষিকী এবং নয়াদিল্লিতে ব্রাহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী একথা বলেন। মোদী এদিন আরও বলেন, গুরুর শিক্ষা দেশপ্রেমের আধ্যাত্মিক মহিমা প্রদান করে। তাঁর কথায়, ‘যদি আমরা গুরুর শিক্ষাকে বিশদভাবে পাঠ করি, তাহলে আমরা দেখতে পাব যে এই বার্তাটি আত্মনির্ভর ভারতের ভিত্তি স্থাপন করেছে।’

এদিন মোদী বলেন, ‘আমরা যদি গুরুর শিক্ষা মেনে চলি, তাহলে পৃথিবীর কোনও শক্তি আমাদের বিভক্ত করতে পারবে না। তিনি ছিলেন একজন মৌলিক চিন্তাবিদ এবং একজন বাস্তব সংস্কারক ছিলেন। ভারতে আমাদের ঋষি ও গুরুরা সর্বদা আমাদের চিন্তাধারাকে পরিমার্জিত করেছেন এবং আমাদের আচরণকে উন্নত করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের তীর্থস্থানগুলি শক্তির কেন্দ্রগুলি এবং নিছক তীর্থস্থান নয়। এই জায়গাগুলি কেবল বিশ্বাসের কেন্দ্র নয়, তারা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনার জাগ্রত স্থাপনা।’

গুরুর চিন্তা ও প্রচারের প্রশংসা করে মোদী বলেন যে একটি বর্ণ মানে ভারতীয়তা, যখন একটি ধর্ম হল যা সকলের সেবা করার পরামর্শ দেয় এবং এক দেবতার মানে ভারত মাতা। তিনি সকলকে দেশের উন্নয়নে গুরুর চেতনা ধারণ করতে বলেন। এদিকে আজকের অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী ভি মুরালীধরন, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, শিবগিরি মঠের সভাপতি স্বামী সচিয়ানন্দ এবং অন্যান্য ধর্মগুরুরা।

বন্ধ করুন