বাংলা নিউজ > ঘরে বাইরে > লাদাখ থিয়েটারে যদি চিন থাকতে চায়, ভারতীয় সেনাও থাকবে, কড়া বার্তা সেনাপ্রধানের

লাদাখ থিয়েটারে যদি চিন থাকতে চায়, ভারতীয় সেনাও থাকবে, কড়া বার্তা সেনাপ্রধানের

ভারতীয় সেনাপ্রধান জেনারেল মুকুল মুকুন্দ নারাভানে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

তিনি বলেন, ‘ওরা (চিনা সেনা) যদি দ্বিতীয় শীতেও থেকে যায়, তাহলে তার অর্থ নিশ্চয়ই এটা হবে যে আমরা প্রকৃতরেখার মতো (ভারত এবং পাকিস্তানের মধ্যে সেনা মোতায়েন) অবস্থায় থাকব।'

লাদাখ থিয়েটারে চিনা সেনা থাকলে ভারতীয়  সেনাও থাকবে। ভারত এবং চিনের ১৩ তম সামরিক পর্যায়ের বৈঠকের আগেই এমনই বার্তা দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মুকুল মুকুন্দ নারাভানে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন শীতেও যদি চিনা সেনা মোতায়েন থাকে, তাহলে প্রকৃতরেখার মতো পরিস্থিতি তৈরি হবে। যদিও পাকিস্তান রেখার মতো সক্রিয় হবে না বলে জানিয়েছেন তিনি।

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা প্রশমনে আগামিকাল (রবিবার) চিনের মলডোয় ১৩ তম সামরিক পর্যায়ের বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, হটস্প্রিংয়ে ভারতীয় এবং চিনা সেনা সরানো নিয়ে আলোচনায় বাড়তি জোর দেওয়া হবে। সেই বৈঠকের আগে ভারতীয় সেনাপ্রধান জানান, এটা উদ্বেগের বিষয় যে গত বছর সীমান্ত সমস্যার সময় বৃহদাকারে যে সেনা মোতায়েন করা হয়েছিল, তা এখনও রয়ে গিয়েছে। সেই সেনাদের সেখানে রাখার জন্য চিনের তরফে বৃহদাকারে উন্নয়নমূলক কাজকর্মও হয়েছে। ইন্ডিয়া টু'ডে কনক্লেভে সেনাপ্রধান বলেন, ‘এটার অর্থ হল যে ওরা (পিপলস লিবারেশন আর্মি) ওখানে থাকতে এসেছে। পুরো বিষয়টির উপর আমরা নজর রাখছি। ওরা যদি সেখানে থাকতে চায়, তাহলেও আমরাও সেখানে থাকব।’ সঙ্গে সেনাপ্রধান জেনারেল নারাভানে যোগ করেছেন, চিনের পালটা পদক্ষেপ করেছে ভারত। চিনের মতোই পদক্ষেপ করা হয়েছে। 

এমনিতে গত বছর থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়েছে ভারতীয় এবং চিনা সেনা। দীর্ঘ কূটনৈতিক এবং সামরিক আলোচনার ভিত্তিতে চলতি বছর দু'বার সীমান্ত লাগোয়া সংঘাতের জায়গা থেকে দু'দেশের সেনা পিছু হটে গিয়েছে। তারপরও লাদাখ থিয়েটারে দু'পক্ষের কমপক্ষে ৫০,০০০-৬০,০০০ জওয়ান মোতায়েন আছেন। সবমিলিয়ে দু'পক্ষের জওয়ানের সংখ্যা প্রায় এক লাখ হবে।

সেই পরিস্থিতিতে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, ‘ওরা (চিনা সেনা) যদি দ্বিতীয় শীতেও থেকে যায়, তাহলে তার অর্থ নিশ্চয়ই এটা হবে যে আমরা প্রকৃতরেখার মতো (ভারত এবং পাকিস্তানের মধ্যে সেনা মোতায়েন) অবস্থায় থাকব। তবে পশ্চিম সেক্টরের প্রকৃতরেখার মতো তা সক্রিয় হবে না। আমাদের চিনা সেনা মোতায়েনের উপর নজর রাখতে হবে, যাতে ওরা আবার অপকর্মে লিপ্ত না হয় (ভারতের সীমান্ত টপকানোর চেষ্টা না করে)।’

ঘরে বাইরে খবর

Latest News

আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: টস জিতে ফিল্ডিং নিল নাইট রাইডার্স, দলে এক পরিবর্তন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.