বাংলাদেশে জামায়াত ইসলামির আমির ডা শফিকুল ইসলাম। জামায়াতের আমির জানিয়েছেন, কোরান বাংলাদেশের সংবিধান হলে ও ইসলামি দলগুলি দেশের সেবা করতে পারলে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।
সময় টিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই নেতা বলেন, কোরান বাংলাদেশের সংবিধান হলে আর ইসলামি দলগুলি বাংলাদেশের সরকার গঠনের সুযোগ পেলে দেশটাকে মনে হবে কিছু কিছু আমরা করার চেষ্টা করছি। মানুষ দেখতে পাবে যদি ইসলামিক রাষ্ট্র হয় তবে দেশটা এমন হবে। মানুষ প্রত্যেক মানুষকে সম্মান করবে। এমনকী রাস্তা যে পরিষ্কার করে তাকেও বলবে আপনি প্রকৃত বাংলাদেশের একজন নাগরিক। তাকে ঘৃণার দৃষ্টিতে দেখা হবে। তার অধিকার আর নষ্ট করা হবে না। দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের একটু ভালোবাসা দেবেন, একটু দোয়া করবেন।
এদিকে এর আগে বাংলাদেশের অপর জামায়ত নেতা মাওলানা মহম্মদ দেলওয়ার হোসাইন বলেছিলেন, স্বাধীনতার পরে কত শাসন তো দেখলাম। সকল ক্ষমতার উৎস জনগণ মেনে দেশে কী হয়েছে! চুরি, ডাকাতি, ছিনতাই ধর্ষণ কি থামাতে পেরেছে? দুর্নীতি চরম আকার ধারণ করেছে।…কোরানকে সংবিধান হিসাবে মানলে কোরানের শাসন চালু হলে দেশে আর ধর্ষণ থাকবে না।
এবার সোমবার বাংলাদেশের ঝালকাঠির কবিরাজবাড়ি এলাকায় জুলাই আন্দোলনের শহিদ হওয়া সেলিম তালুকদারের নবজাতক কন্য়াকে দেখতে গিয়েছিলেন জামায়াতের আমির। তার আগে স্থানীয় প্রেসক্লাব মোড়ে পথসভায় তিনি বলেন, কোরান বাংলাদেশের সংবিধান হলে ও ইসলামি দলগুলি দেশের সেবা করতে পারলে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। খবর সম্পূর্ণ নিউজ সময় সূত্রে।