সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে মেঘালয় থেকে তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি এতটাই স্মার্ট হয় তবে তার হেফাজতে থাকাকালীন কী করে লালন শেখের মৃত্যু হয়। এই নিয়ে তৃণমূল কগ্রেস সবর হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মেঘলায় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠকে করেন। সেই বৈঠকে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতেই মমতা বলেন, 'এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। সিবিআই যদি এতটাই স্মার্ট হয় তবে তার হেফাজতে থাকাকাসীল কেন মৃ্ত্যু হল।'
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকাকালীন লালনের মৃত্যুর ঘটনায় এই প্রথম প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি আরও বলেন,'ওঁ স্ত্রী এফআইআর করেছেন। আমরা ইস্যুটি তুলব।'
দু'দিনের সফরে মেঘালয়ে রাজধানী শিলংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই কর্মী সম্মেলনের পর এক সাংবাদিক বৈঠক করেন।
সোমবার রামপুর হাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে মৃত্যু হয় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। সিবিআই দাবি করে, আত্মহত্যা করেছে লালন। কিন্তু তাঁর পরিবারের অভিযোগ, খুন করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। এ নিয়ে সকাল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অস্থায়ী শিবিরের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।