বাংলা নিউজ > ঘরে বাইরে > 'ওরা যদি মুসলিম ও উগ্রপন্থীদের আলাদা না করে..',পুরনো মন্তব্যে বিদ্ধ টুইটারের CEO

'ওরা যদি মুসলিম ও উগ্রপন্থীদের আলাদা না করে..',পুরনো মন্তব্যে বিদ্ধ টুইটারের CEO

পরাগ আগরওয়াল। (ফাইল ছবি, সৌজন্য টুইটার)

এগারো বছর আগে এমনই একটি টুইট করেছিলেন। তাতে বিদ্ধ হলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নয়া সিইও পরাগ আগরওয়াল।

'ওরা যদি মুসলিম ও উগ্রপন্থীদের আলাদা না করে, তাহলে আমি কেন শ্বেতাঙ্গ এবং বর্ণবাদদের পৃথক চোখে দেখব।' এগারো বছর আগে এমনই একটি টুইট করেছিলেন। তাতে বিদ্ধ হলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের নয়া সিইও পরাগ আগরওয়াল।

সোমবারই ভারতীয় বংশোদ্ভূত টুইটারের সিইও নির্বাচিত হয়েছেন। নয়া দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টা পরই তাঁর একটি পুরনো টুইট ভাইরাল হয়ে যায়। ২০১০ সালের ২৬ অক্টোবরের সেই টুইট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান সদস্য কেন বাক প্রশ্ন করেন, এরকম মতামত পোষণ করা টুইটারের সিইওকে কীভাবে মানুষ বিশ্বাস করতে পারবেন? একইসুরে মার্কিন সেনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, ‘এটা হলেন পরাগ আগরওয়াল। যিনি টুইটারের নয়া সিইও এবং যিনি ঠিক করবেন যে টুইটারে কী ধরনের মতের অনুমতি দেওয়া হবে।’

যদিও সেই বিতর্কিত টুইটের কিছুক্ষণ পরেই পরাগ জানিয়েছিলেন, ‘দ্য ডেলি শো’-এর কমেডিয়ান আসিফ মাণ্ডবকে উদ্ধৃত করে টুইট করেছেন। তিনি বলেছিলেন, ‘আমি সেইসব লোকেদের দেখে বিস্মিত হই, যাঁরা মন্তব্য করার জন্য অন্যদের নিয়ে বিভিন্ন মতামত দিয়ে থাকেন।’

উল্লেখ্য, জ্যাক ডর্সি পদত্যাগ করার পর সোমবার পরাগকে টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে ঘোষণা করা হয়েছে। যিনি এতদিন টুইটারের চিফ টেকনিকাল অফিসার (সিটিও) পদে কর্মরত ছিলেন। পরাগের লিঙ্কডিন প্রোফাইল অনুয়াযী, মুম্বইযের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেছেন। আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে করেছেন বি.টেক। তারপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট করেছেন। তারইমধ্যে ২০০৬ সালের জুনে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। যা চার মাস পরেই ছেড়ে দিয়েছিলেন। পরের বছর জুনে আবার যোগ দিয়েছিলেন ইয়াহুতে। ১৬ মাস সেখানে কাটিয়ে মাইক্রোসফটে ফিরেছিলেন। সেখানে চার মাস কাজ করে এটি অ্যান্ড টি ল্যাবে যোগদান করছিলেন। সেখানেও চার মাস কাজ করেছিলেন। ২০১১ সালের অক্টোবরে যোগ দেন টুইটারে। প্রাথমিকভাবে ডিস্টিনগুইশড সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। ছ'বছর সেই পদে কাজ করেছিলেন। ২০১৭ সালের অক্টোবরে টুইটারে চিফ টেকনিকাল অফিসারের (সিটিও) গুরুদায়িত্ব পেয়েছিলেন। ডার্সি পদত্যাগের পর সর্বসম্মতভাবে তাঁকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সিইও হিসেবে বেছে নেওয়া হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.