বাংলা নিউজ > ঘরে বাইরে > ছুটি চাইছেন? অফিসে এসে প্রমাণ দিন অসুস্থ, কুকুর মরলেও… কর্মীদের চিঠি ম্যানেজারের

ছুটি চাইছেন? অফিসে এসে প্রমাণ দিন অসুস্থ, কুকুর মরলেও… কর্মীদের চিঠি ম্যানেজারের

হুমকি চিঠি দিয়ে নিজেই বিপাকে পড়েছেন রেস্তরাঁর ম্যানেজার। প্রতীকী ছবি

তাঁর এই কড়া চিঠির জেরে ওই ম্যানেজারকেই কাজ থেকে বরখাস্ত করেছে কোম্পানি। আসলে তাদের দাবি, এই হুমকি ঠিক কোম্পানির সংস্কৃতির সঙ্গে মেলে না।

কানসাসের একটি ইটালিয়ান ফুড চেনে এক রেস্তরাঁ ম্যানেজারের চিঠিকে ঘিরে বিতর্ক একেবারে চরমে। তিনি লিখেছেন, কোনও কর্মী যদি অফ নিতে চান তবে তাকে প্রমাণ হাজির করতে হবে। এমনকী যদি কেউ অসুস্থ হন তবে তাঁকে হাজির হয়ে প্রমাণ দিতে হবে তিনি অসুস্থ। এমনকী কুকুর মরলে সেই মরা কুকুরকেও হাজির করতে হবে। এমনটাই লেখা হয়েছে সেই হুমকি চিঠিতে।

ওই ম্যানেজারের সাফ কথা, এভাবে অফ চাইলে আপনি কাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও কাজে লেগে পড়ুন।

তিনি লিখেছেন, অফের সংখ্যা তো বেড়েই যাচ্ছে। এভাবে অফ নিলে আর সহ্য করব না। তুমি যদি অসুস্থ হও তবে এসে প্রমাণ করতে হবে তুমি অসুস্থ। যদি কুকুর মরে যায় তবে মরা কুকুরটাকে এনে প্রমাণ করতে হবে। যদি ফ্যামিলি এমার্জেন্সি হয় তবে অন্য কোথাও কাজ করো। যদি শুধু সকালের সিফট চাও তবে খুব খারাপ ব্যাপার। ব্যাঙ্কে গিয়ে কাজ করো। তিনি লিখেছেন আমার এই ১১.৫ বছরের কর্মজীবনে জানেন কত বার অফ নিয়েছি? 

জবাবটা দিয়েছেন নিজেই। জিরো। একটাও অফ নিইনি। শরীর খারাপ নিয়েও অফিসে এসেছি। কোনও মাফ করার ব্যাপার নেই। গাড়ি ভেঙে গিয়েছে। তবুও সময়ে অফিস এসেছি। যদি কাজ না করতে চাও এখানে করো না। আর কাজ করতে চাইলে কাজটাই করো।

এটা তো রেস্তরাঁর ব্যবসা। তুমি কি ভাবো শুক্রবার , শনিবার আমি এখানে থাকতে চাই মাঝরাত পর্যন্ত। স্বামী, কুকুরকে নিয়ে বাড়িতে কাটালেই তো ভালো। কিন্তু আমি এটা করি না। এখানেই থাকি।

আমি আশা করি এখানেই কাজ করবেন…লিখেছিলেন তিনি।

কিন্তু তাঁর এই কড়া চিঠির জেরে ওই ম্যানেজারকেই কাজ থেকে বরখাস্ত করেছে কোম্পানি। আসলে তাদের দাবি, এই হুমকি ঠিক কোম্পানির সংস্কৃতির সঙ্গে মেলে না।

 

 

বন্ধ করুন