প্রিয়াঙ্কা দেব বর্মণ
‘আপনি যদি আমার কাছ থেকে সুশাসন আশা করেন তবে আমিও আপনাদের কাছ থেকে ভাল সাংবাদিকতার দাবি রাখলাম।’ রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।
তাঁর কথায়, ‘সুশাসন এবং ভাল সাংবাদিকতার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। যাঁরা সরকার চালাচ্ছেন, তাঁদের মনে রাখা দরকার যে তাঁরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছেন। কোনও রাজনৈতিক দল একটি প্লাটফর্ম মাত্র। একইভাবে জনগণই সাংবাদিকদের প্রধান শক্তি। তাঁরা যদি ভাবেন যে তাঁদের মিডিয়া যা কিছু প্রচার করবে বা প্রকাশ করবে, লোকজন সেটাই বিশ্বাস করবে, তা কিন্তু হবে না।’
এর পরই বিপ্লব সাফ জানান, ‘আপনি আমার কাছ থেকে সুশাসন চাইলে আমার ভাল সাংবাদিকতা দরকার।’ কোভিড মহামারীর প্রাথমিক দিনগুলিতে সঠিক খবর করা এবং আর্থিক অনুদানের মাধ্যমে সমাজের পাশে ত্রিপুরার সাংবাদিকরা যেভাবে দাঁড়িয়েছেন, এদিন তাঁদের সেই অবদানের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। এর পাশাপাশি এদিন সাংবাদিকতার পাঠও পড়ান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
বিপ্লব বলেন, ‘সাংবাদিকদের এটা মনে রাখা উচিত যে ভুল খবর করলে তাতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। এবং সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে জেনে নিয়েই তাঁর সূত্র ধরে কোনও খবর করা উচিত। এবং কোনও ক্ষেত্রে যদি সরকারি আধিকারিকদের বক্তব্য পাওয়া না যায় বা কেউ যদি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি না থাকেন তবে সেটাও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।’