আইআইটি বম্বের সাংস্কৃতিক ফেস্টের স্পন্সর এবার হয়েছিল একটি মেডিক্যাল সংস্থা। তাদের অনেক পণ্যের মধ্যে অন্যতম হল কন্ডোম। এই আবহে নিজেদের মতো করে বিজ্ঞাপনী ব্যানারের স্লোগান লিখেছিল সেই সংস্থা। তবে তা দেখেই আইআইটি বম্বের পড়ুয়াদের একাংশের মুখ ছোট হয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ফেস্টের ব্যানারে স্পন্সর সংস্থার স্লোগান ছিল - 'Always up for a good screw'। জেন-জি ভাষায় যার অর্থ দাঁড়ায়, ভালো সেক্সের জন্যে সবসময় প্রস্তুত। এদিকে সোশ্যাল মিডিয়াতেও এমন এক ক্যাপশন সেই সংস্থা দিয়েছিল, যার দু'টি অর্থ বের করা যায়। তাতে লেখা ছিল - 'We found the JEE Spot: Mood-I, here we come'। আর এই সব দেখে পড়ুয়ারা তড়িঘড়ি কর্তৃপক্ষের দ্বারস্থ হয়। (আরও পড়ুন: Zee-এর অডিটে 'বড় ভুল', নেপথ্যে ২০০ কোটির FD, ২০০০০০০০ টাকা জরিমানা ডেলয়েটকে)
আরও পড়ুন: 'যে ৩-৪-৫% ডিএ…', রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে সামনে এল বড় কথা
আরও পড়ুন: এবার লিপস অ্যান্ড বাউন্ডসের কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করছে ইডি, জানানো হল আদালতে
উল্লেখ্য, মঙ্গলবার থেকে 'মুড ইন্ডিগো' নামে বম্বে আইআইটির ৪ দিনের সাংস্কৃতিক ফেস্ট শুরু হওয়ার কথা ছিল। তবে বিজ্ঞাপনদাতা সংস্থার এহেন কীর্তির বিষয়ে কর্তৃপক্ষকে চিঠি লিখে কয়েকজন পড়ুয়া অভিযোগ করে, এই ফেস্টের কার্যকলাপ যেন আইআইটি বম্বের সম্মান এবং নৈতিকতার সঙ্গে খাপ খায়। এই আবহে প্রতিষ্ঠানের তরফ থেকে দ্রুত সেই বিজ্ঞাপনদাতা সংস্থাকে সেই অ্যাড প্রত্যাহার করতে বলে। (আরও পড়ুন: পাহাড়ে তৈরি হল নয়া ইতিহাস, ভারতের প্রথম ঝুলন্ত রেল ব্রিজে ছুটল টাওয়ার ওয়াগন)
আরও পড়ুন: মার্কিন সংস্থার জেরে মাথায় হাত ভারতের, তবে শুরু হবে তেজসের গুরুত্বপূর্ণ ট্রায়াল
পড়ুয়াদের লেখা চিঠিতে বলা হয়েছে, 'বর্তমানের মার্কেটিং ট্রেন্ড মেনেই হয়ত স্পন্সররা তাদের বিজ্ঞাপন দিয়েছে। তবে সেই প্রোমোশন বম্বে আইআইটির নামের সাথে জুড়লে তা প্রতিষ্ঠানের ঐতিহ্যকে নষ্ট করতে পারে।' এরপরই সেই সংস্থাকে নির্দেশ দিয়ে আইআইটি বম্বে কর্তৃপক্ষ 'উস্কানিমূলক বিজ্ঞাপন' সরাতে বলে। এই বিষয়ে আইআইটি বম্বের এক মুখপাত্র বলেন, 'আমরা খুব কঠোর নীতি ও নিয়ম মেনে চলি। তাই আমাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসের দৈনন্দিন কার্যকলাপও সেই কাঠামো মেনেই চলে।' এরপর বলা হয়, 'ফেস্ট সংক্রান্ত সব কিছুই কমিটির অনুমোদন সাপেক্ষ। তা সে ক্যাম্পাসে দেওয়া বিজ্ঞাপন হোক কি সোশ্যাল মিডিয়ার অ্যাড। তবে এই ক্ষেত্রে স্পন্সর সংস্থা সেই নিয়ম লঙ্ঘন করে।' জানা গিয়েছে, সোমবার রাতে ক্যাম্পাসে সেই বিজ্ঞাপনী ফ্লেক্সগুলি নিয়ে আসা হয়েছিল। সেই সময়ই কিছু পড়ুয়ার নজরে সেগুলি পড়ে। পরে সংস্থার লোকজনকে সেগুলি ফিরিয়ে নিয়ে যেতে বলা হয়। তারপর প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকদের চিঠি লেখা হয়। সেখান থেকে পরে নির্দেশ যায় স্পন্সর সংস্থার কাছে।