রামায়ণের চরিত্রদের অবমাননা করার অভিযোগে আট ছাত্রকে জরিমানা করল আইআইটি বম্বে কর্তৃপক্ষ। এরমধ্যে চার জন ছাত্রকে জরিমানা করা হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা করে এবং বাকি চার জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও হস্টেলের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে ছাত্রদের। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পড়ুয়া আইআইটি কর্তৃপক্ষের কাছ থেকে আর কোনও পুরস্কারও পাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। এত কড়া সিদ্ধান্ত কেন, সেই নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: আইআইটি খড়গপুরের ডেপুটি ডিরেক্টর পদে প্রথমবার কোনও মহিলা, জেনে নিন পরিচয়
জানা যাচ্ছে, আইআইটি বম্বের পড়ুয়ারা গত ৩১ মার্চ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিভিন্ন বিভাগের পড়ুয়াদের তরফে সেই অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সেই নাটকের নাম দেওয়া হয়েছিল ‘রাহোভান’। মূলত ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর উপর ভিত্তি করেই এই নাটক মঞ্চস্থ করা হয়েছিল। তারপরেই ঘটে বিপত্তি। অভিযোগ ওঠে, নাটকটিতে ভগবান রাম এবং সীতার চরিত্রকে অবমাননা করা হয়েছে এবং হিন্দু সংস্কৃতিকে অসম্মান করা হয়েছে।
এই নাটকের বেশ কিছু ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়।যেখানে সীতা ও লক্ষ্মণ চরিত্রে অভিনয় করা পড়ুয়াদের মধ্যে একটি কথোপকথনের ভিডিয়ো তুলে ধরা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে ‘রাহোভান’ নাটকে প্রধান চরিত্রগুলিকে খারাপভাবে দেখানো হয়েছে। নাটকটিতে হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতিকে উপহাস করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে আইআইটি কর্তৃপক্ষের তরফে একটি শৃঙ্খলা কমিটি গঠন করে। নাটকের সঙ্গে জড়িত পড়ুয়ারাদের জিজ্ঞাসাবাদ করে কমিটি।
অনেক আলোচনার পর অবশেষে কমিটি পড়ুয়াদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। যদিও আইআইটি বম্বে কর্তৃপক্ষ অবশ্য ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে এই ঘটনার পরে নেটিজিনদের একাংশ এই নাটকের সঙ্গে জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতার আড়ালে যে কোনও ধর্মকে উপহাস করা একেবারে ঠিক নয়। তবে অনেকেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করলেও অনেকে আবার এটি ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে নিন্দা করেছেন। তাদের বক্তব্য, প্রতিষ্ঠান মত প্রকাশের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত। কিন্তু আইআইটি আর নিরাপদ স্থান নয়।