বাংলা নিউজ > ঘরে বাইরে > গোরক্ষনাথ মন্দিরের সামনে হামলা, IIT গ্র্যাজুয়েট আব্বাসিকে মৃত্যুদণ্ডের নির্দেশ

গোরক্ষনাথ মন্দিরের সামনে হামলা, IIT গ্র্যাজুয়েট আব্বাসিকে মৃত্যুদণ্ডের নির্দেশ

গোরক্ষনাথ মন্দিরের সামনে হামলার অভিযোগ উঠেছিল। সংগৃহীত ছবি

উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এনিয়ে তদন্তে নামে। তার কাছ থেকে ল্যাপটপ, অস্ত্র, উর্দুতে লেখা নথি উদ্ধার করে।

গোরক্ষনাথ মন্দিরের সামনে মোতায়েন নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগে এক আইআইটি গ্র্যাজুয়েটকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল লখনউয়ের স্পেশাল এনআইএ আদালত। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম মুর্তাজা আব্বাসি। তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করা হয়েছে। দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। ওই যুবক কাস্তে নিয়ে হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার মানসিক অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেওয়া হয়েছিল।

প্রায় ৬০ দিন ধরে টানা শুনানি চলেছে এই মামলায়। এরপর স্পেশাল জাজ বিবেকানন্দ শরন ত্রিপাঠি আব্বাসিকে দোষী সাব্যস্ত করে।গত ৪ এপ্রিল গোরক্ষনাথ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে বলা হয়, গত ৩ এপ্রিল আব্বাসি জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করে। এরপর একটি কাস্তে দিয়ে সে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করেছিল। তার হামলায় দুজন কনস্টেবল আহত হন। এরপর সে ধর্মীয় স্লোগান দেওয়া শুরু করে। পরে নিরাপত্তারক্ষীরা তাকে গ্রেফতার করে।

উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এনিয়ে তদন্তে নামে। তার কাছ থেকে ল্যাপটপ, অস্ত্র, উর্দুতে লেখা নথি উদ্ধার করে।

সূত্রের খবর, ২০১৫ সালে আব্বাসি মুম্বইতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ত। সে গোরক্ষপুরের সিভিল লাইন্সের বাসিন্দা। ২০২০ সালে তার পরিবার গোরক্ষপুরে আসে। তার বাবার দাবি, আমার ছেলের মানসিক সমস্যা রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সেই দিনটা ছিল রবিবার। ওই যুবক সেদিন জোর করে মন্দিরে ঢোকার চেষ্টা করেছিল। সে জোর করে কাস্তে হাতে মন্দিরে ঢোকার চেষ্টা করে। ভিডিয়োতে দেখা গিয়েছিল সেই ছবি। তাৎপর্যপূর্ণ যোগী আদিত্যনাথ বিগত দিনে এই মঠের অধ্যক্ষ ছিলেন। সেই মঠেই জোর করে চেষ্টা করেছিল ওই যুবক। পুলিশ সেই সময় জানিয়েছিল ওই যুবক একাধিকজনকে জখম করতে পারত। এদিকে স্থানীয়রা পাথর ছুঁড়ে তাকে আটকানোর চেষ্টা করেছিল। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু কেন সে এই ধরনের আচরণ করেছিল তা পরিষ্কার হয়নি সেই সময়।

সেই সময় ওই যুবক কাস্তে নিয়ে পুলিশ ও দোকানদারদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারাই আব্বাসিকে ধরার চেষ্টা করেছিল। এরপর ওই যুবককে ধরে ফেলেন পুলিশকর্মীরা। সে কিছুটা জখম হয়েছিল। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।

 

বন্ধ করুন
Live Score