ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজিতে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পাওয়ার যে নিয়ম সেটাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন কার্যত খারিজ করে দিয়েছে।
বিচারপতি সুধাংশু ধুলিয়া, কেভি বিশ্বনাথনের ভ্যাকেশন বেঞ্চ জানিয়েছে, এই বিষয়টি আগে থেকেই ছিল। তবে এটা নিয়ে হস্তক্ষেপ করা হবে না। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এটা শিক্ষা সংক্রান্ত ব্যাপার। এটা বিশেষজ্ঞরা দেখবেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর।
বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, পরিস্থিতিটা আগে থেকে এমনটাই ছিল। কেন আমরা এনিয়ে হস্তক্ষেপ করব? এই বিষয়টির ভেতরে আদালত ঢুকবে না।
এদিকে আইআইটিতে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর পাওয়াটা বাধ্যতামূলক। তবে এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন চন্দন কুমার সহ কয়েকজন।
এদিকে মামলাকারীর আইনজীবীদের তরফে জানানো হয়েছিল জয়েন্ট্র এন্ট্রান্স মেইনে ৯৮ শতাংশ নম্বর পেয়েছেন একাধিক ছাত্রছাত্রী। তাঁরা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী। তাঁদেরকে অনুমতি দেওয়া হোক।
আইনজীবী জানিয়েছিলেন, আবেদনকারী JEE Mains-এ ৯২ শতাংশ নম্বর পেয়েছেন। তিনি JEE Advance-এ বসতে পারবেন।কিন্তু ওই ছাত্রীর বোর্ড পরীক্ষার নম্বর ৭৫ শতাংশের কম রয়েছে। সেক্ষেত্রে তিনি ওই পরীক্ষায় পাস করলেও ভর্তি হতে পারবেন না। কারণ তাঁর ৭৫ শতাংশের কম নম্বর রয়েছে। তবে এই আবেদনে হস্তক্ষেপ করতে চায়নি আদালত। এই আবেদনকে কার্যত খারিজ করে দেওয়া হয়েছে।
এদিকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অ্যাডভান্সড অনুসারে প্রার্থীদের কমপক্ষে ১২ ক্লাসের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেতেই হবে। খবর পিটিআই সূত্রে।