আমেরিকার প্রশাসন আগ্রাসী ভাবে অবৈধবাসীদের ডিপোর্ট করে চলেছে। এখনও পর্যন্ত শতাধিক ভারতীয় তিনটি উড়ানে করে আমেরিকা থেকে ফিরে এসেছে। রিপোর্ট অনুযায়ী, মধ্য এশিয়ার এবং ভারতের আরও ২০০ জনকে শীঘ্রই নিজেদের দেশে ফেরাতে উদ্যোগী হবে আমেরিকা। এরই মাঝে এবার মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা এবার বলল, আমেরিকায় বসবাসরত মধ্য এশিয়া এবং ভারতীয় অবৈধবাসীদের গ্রহণ করতে রাজি তারা। এই আবহে ২০০ জনের একটি বিমান তাদের দেশে যাবে শীঘ্রই। (আরও পড়ুন: বাংলেদেশে ভারতীয়দের মারধরের অভিযোগ করেছিলেন মমতা, ওপারের উপদেষ্টা বললেন...)
আরও পড়ুন: গুলিবিদ্ধ হয় বাংলাদেশি,ধৃত ১০ অনুপ্রবেশকারী! জলপাইগুড়ির সীমান্তে পদক্ষেপ BSF-এর
সোমবর কোস্টারিকার প্রেসিডেন্টের অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় এবং মধ্য এশিয়ার অবৈধবাসীদের গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন। এদিকে এখনও পর্যন্ত কোস্টারিকার প্রেসিডেন্টের এই ঘোষণার পর ভারতীয় বিদেশ মন্ত্রক তাৎক্ষণিক ভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখ্য, এশিয়ার বেশ কিছু অবৈধবাসীদের গ্রহণ করতে অস্বীকার করেছে সেই সব দেশগুলি। এই আবহে এহেন অবৈধবাসীদের পানামা, কোস্টারিকার মতো মধ্য আমেরিকার দেশে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় এবং মধ্য এশিয়ার অবৈধবাসীদের গ্রহণে আগ্রহ প্রকাশ করে কোস্টারিকা। এই আবহে ২০০ জন অবৈধবাসীকে বহনকারী একটি বিমান আমেরিকা থেকে কোস্টারিকায় পৌঁছবে বুধবার। (আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাড়ি ভাঙার দায় জনতার ওপর চাপালেন বাংলাদেশি উপদেষ্টা)
আরও পড়ুন: দেশে ফেরার বার্তা হাসিনার, ডেভিল হান্ট অভিযান নিয়ে ইউনুস সরকারকে তোপ
এদিকে মার্কিন মুলুক থেকে ভারতীয় অবৈধবাসীদের নিয়ে প্রথম বিমানটি অমৃতসরে অবতরণ করার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ভারতীয় নাগরিকদের যেভাবে শিকল পরিয়ে ৪০ ঘণ্টা বিমানে করে আনা হয়, তা নিয়ে সরব হন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শংকর অবশ্য দাবি করেছিলেন যে আমেরিকার কর্তৃপক্ষ ভারতকে জানিয়েছে যে মহিলা এবং শিশুদের শিকল পরানো হয়নি। তবে সেই বিমানে করে দেশে ফেরা মহিলারা দাবি করেছিলেন, তাঁদের কোমরে ও পায়ে শিকল ছিল, হাতে ছিল হাতকড়া। তবে এবার মার্কিন মুলুক থেকে দ্বিতীয় বিমানটি অমৃতসরে নামার পরে পিটিআই দাবি করেছে, এই উড়ানে মহিলা এবং শিশু অবৈধবাসীদের শিকলে বাঁধা হয়নি। (আরও পড়ুন: রাজধানী না বনগাঁ লোকাল, ধরতে পারবেন না, হাওড়া থেকে ছাড়া ট্রেনে 'পটনা আতঙ্ক')
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি ভোররাতে আমেরিকা থেকে আরও ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করে দ্বিতীয় মার্কিন উড়ান। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা ছিলেন। এর আগে গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকী মহিলাদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন। এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সঙ্গে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদী বলেছিলেন, 'যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে, যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।'