মার্কিন মুলুক থেকে ভারতীয় অবৈধবাসীদের নিয়ে প্রথম বিমানটি অমৃতসরে অবতরণ করার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ভারতীয় নাগরিকদের যেভাবে শিকল পরিয়ে ৪০ ঘণ্টা বিমানে করে আনা হয়, তা নিয়ে সরব হন বিরোধীরা। সেই নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শংকর অবশ্য দাবি করেছিলেন যে আমেরিকার কর্তৃপক্ষ ভারতকে জানিয়েছে যে মহিলা এবং শিশুদের শিকল পরানো হয়নি। তবে সেই বিমানে করে দেশে ফেরা মহিলারা দাবি করেছিলেন, তাঁদের কোমরে ও পায়ে শিকল ছিল, হাতে ছিল হাতকড়া। তবে এবার মার্কিন মুলুক থেকে দ্বিতীয় বিমানটি অমৃতসরে নামার পরে পিটিআই দাবি করেছে, এই উড়ানে মহিলা এবং শিশু অবৈধবাসীদের শিকলে বাঁধা হয়নি। (আরও পড়ুন: উরি হামলার পর থেকে বন্ধ, ভারতের কাছে সার্ক বৈঠকের পক্ষে সওয়াল বাংলাদেশের)
আরও পড়ুন: জঙ্গলে বন্দুকের নলের সামনে… দেশে ফিরে বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানালেন অবৈধবাসী
১৬ ফেব্রুয়ারি ভোররাতে আমেরিকা থেকে আরও ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে অবতরণ করে দ্বিতীয় মার্কিন উড়ান। মার্কিন মুলুক থেকে নির্বাসিত এই ১১৯ জনের মধ্যে ৬৭ জন পঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। এছাড়া দেশে ফেরা অবৈধবাসীদের ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন গোয়ার, ২ জন মহারাষ্ট্রের, ২ জন রাজস্থানের এবং ১ জন করে হিমাচলপ্রদেশ এবং জম্মু ও কশ্মীরের বাসিন্দা ছিলেন। (আরও পড়ুন: 'জামাতের অফিসে পাক রাষ্ট্রদূত', ভারতে আসা আওয়ামি নেতাদের না ধরার আবেদন শুভেন্দুর)
আরও পড়ুন: 'স্টেশনে ব্যবস্থা আরও টাইট থাকা উচিত ছিল', পদপিষ্টকাণ্ডে বার্তা শুভেন্দুর
এর আগে গত ৫ ফেব্রুয়ারি অবৈধবাসী ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানবাহিনীর একটি বিমান অমৃতসরে এসে পৌঁছেছিল। অমৃতসরে অবতরণ করা সেই বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেই বিমানে করে দেশে ফেরা বহু ভারতীয় অভিযোগ করেছিলেন, গোটা যাত্রাকালে তাঁদের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল। এমনকী মহিলাদেরও পা, কোমরে শিকল বাঁধা ছিল বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সংসদে বিরোধী হট্টগোল তৈরি করেছিলেন। এই নিয়ে ভারতে ব্যাপক হৈচৈয়ের পর নয়াদিল্লি নির্বাসিতদের সঙ্গে আচরণের বিষয়ে ওয়াশিংটনকে তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। এদিকে সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদী বলেছিলেন, 'যারা অন্য দেশে অবৈধভাবে বসবাস করছে তাদের সেখানে থাকার অধিকার নেই। ভারত ও আমেরিকার ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে, যারা সত্যিই ভারতীয় এবং আমেরিকায় অবৈধভাবে থাকছেন, তাদের ফিরিয়ে নিতে ভারত তৈরি।' (আরও পড়ুন: 'মার্কিন স্বপ্ন' পূরণ করতে পঞ্জাবে ফেরত আসা ৬৫ অবৈধবাসী খরচ করেছিলেন ২৭.৫ কোটি!)
প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই 'অবৈধ অভিবাসন' এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে রণংদেহী মূর্তি ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক'দিন আগেই কলম্বিয়া সহ বেশ কিছু দেশে 'অবৈধ অভিবাসীদের' ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।