বিশ্ব অর্থনীতির জন্য 'প্রধান প্রবৃদ্ধির ইঞ্জিন' ভারত, বড় মন্তব্য আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার। এদিকে তিনি আরও বলেন, চিনের প্রবৃদ্ধির হার ধীর হয়ে গেলেও ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে চলা আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের বার্ষিক বৈঠকের আগে তিনি এই মন্তব্য করেন। জর্জিয়েভার মতে, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্যাটার্নে পরিবর্তন এসেছে। (আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে 'একমত' ভারত! জোর ধাক্কা খেলেন ট্রাম্প)
আরও পড়ুন: ভারতে প্রথমবারের মতো পা রাখলেন তালিবান মন্ত্রী, কী নিয়ে আলোচনা হবে দিল্লিতে?
ক্রিস্টালিনা জর্জিয়েভা স্পষ্ট জানান, ভারত বিশ্বের অগ্রগতির প্রধান চালিকাশক্তি হিসাবে উঠে আসছে এবং সারা বিশ্ব ভারতকে সেভাবেই দেখছে। অপরদিকে চিনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত কমছে। এছাড়া বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির পারফরম্যান্স আগের তুলনায় ভালো হয়েছে, কাটছে আশঙ্কার মেঘ। এই বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধির হার ৩ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। (আরও পড়ুন: কেঁপে উঠল কানপুর, মসজিদের কাছে পার্ক করা ২টি স্কুটিতে বিস্ফোরণ, জখম বহু)
এদিকে ভারতের মতো দেশগুলির ভালো পারফরম্যান্সের ৪টি কারণও তুলে ধরেন আইএমএফ প্রধান। তিনি বলেন, 'অনেক দেশ উন্নত আর্থিক নীতি তৈরি করেছে এবং তাদের আর্থিক বিধিবিধান শক্তিশালী করেছে। বেসরকারি সংস্থাগুলি পরিবর্তিত পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে এবং তাদের ব্যবসায়িক মডেলগুলি পরিবর্তন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের প্রভাব প্রাথমিক আশঙ্কার মতো তীব্র ছিল না। অবশ্য এর সম্পূর্ণ প্রভাব এখনও প্রকাশ্যে আসেনি। এই আবহে আর্থিক বাজারের পরিস্থিতি এখনও অনুকূল রয়েছে। (আরও পড়ুন: ২ বছর পর শান্তি ফেরাতে সম্মত হামাস, ট্রাম্পের গাজা চুক্তিতে হতে পারে সই)
আরও পড়ুন: মধ্যরাতে রণক্ষেত্র পাকিস্তানের লাহোর, পুলিশের সঙ্গে সংঘর্ষ তেহরিক-ই-লাবাইকের
উল্লেখ্য, জর্জিয়েভার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবের বিরুদ্ধে লড়াই করছে। এই আবহে তিনি বলেন, অনিশ্চয়তা এখন 'নিউ নর্মাল' হয়ে উঠেছে। এদিকে এই অনিশ্চয়তার মাঝেও ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির প্রমাণ পাওয়া গিয়েছে জিডিপি পরিসংখ্যানে। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস বলা হচ্ছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভারতের বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকবে। এদিকে এর আগে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮%, যা গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে দ্রুততম ছিল।