বাংলা নিউজ > ঘরে বাইরে > Imran Khan's Big Claim: 'জেনারেল বাজওয়া চেয়েছিলেন, আমার খুন, পাকিস্তানে জরুরি অবস্থা,' ফের বিস্ফোরক ইমরান

Imran Khan's Big Claim: 'জেনারেল বাজওয়া চেয়েছিলেন, আমার খুন, পাকিস্তানে জরুরি অবস্থা,' ফের বিস্ফোরক ইমরান

ইমরান খান। REUTERS/Mohsin Raza/File Photo (REUTERS)

পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে ইমরান খান জেনাারেল বাজওয়াল বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে ইমরানের গদিচ্যূতির পর থেকেই জেনারেল বাজওয়া ও ইমনারে মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকে। সেই সময় পাকিস্তানের রাজনীতি তোলপাড় করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা।

আরও এক বিস্ফোরক দাবিতে সোচ্চার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেদেশের প্রাক্তন সেনা প্রধান জেনারেল জাভেদ বাজওয়ার বিরুদ্ধে ফের একবার বড়সড় অভিযোগ আনলেন ইমরান। পাকিস্তানের তারকা ক্রিকেটার তথা দুঁদে রাজনীতিবিদ ইমরান দাবি করেছেন, তাঁকে হত্যা করিয়ে, দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে চাইছিলেন জাভেদ বাজওয়া।

পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে ইমরান খান জেনাারেল বাজওয়াল বিরুদ্ধে এই বক্তব্য তুলে ধরেন। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে ইমরানের গদিচ্যূতির পর থেকেই জেনারেল বাজওয়া ও ইমনারে মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকে। সেই সময় পাকিস্তানের রাজনীতি তোলপাড় করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। শেষে গদি ছাড়তে বাধ্য হন ইমরান। এরপর থেকেই জেনারেল বাজওয়াকে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন ইমরান খান। ইমরান বলছেন, ‘আমাকে বার্তা পাঠানো হত। আর আমাকে সতর্ক করা হত যাতে আমি জেনারেল বাজওয়ার নাম না নিই। আক্রমণের পর বলা হচ্ছিল ধর্মীয় হিংসা থেকে আমাকে আক্রমণ করা হয়েছে। তখনই আমি বলেছি এটা ষড়যন্ত্র।’

এখানেই শেষ নয়। ইমরান বলছেন, ‘জেনারেল বাজওয়া চাইছিলেন আরও একটি মেয়াদের বৃদ্ধি। এই পরিস্থিতিতে চিনি আমাকে খুন করানোর চেষ্টায় ছিলেন। আর পাকিস্তানে আপৎকালীন পরিস্থিতি তৈরি করতে চাইছিলেন।’

এদিকে, গত ৩ নভেম্বর পাকিস্তানে এক জনসভায় প্রচারের সময় ইমরানকে লক্ষ্য করে গুলি করা হয়। ইমরানের পার্টি তেহরিক-এ-ইনসাফ দাবি করে যে ইমরানকে হত্যার চেষ্টা করা হচ্ছিল। পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর ইমরান নিজেও সেই দাবিতে শিলমোহর দেন। এদিকে, সদ্য পাকিস্তানে দেওয়া ওই বিস্ফোরক সাক্ষাৎকারে ইমরান বলছেন, জেনারেল বাজওয়া চেয়েছিলেন ‘আমাকে মৃত দেখতে চেয়েছিলেন’। তাঁর দাবি মার্কিনি ষড়যন্ত্রের অংশ হিসাবে জেনারেল বাজওয়া ইমরান সরকারকে ফেলার বন্দোবস্ত করেছিলেন।

বাজওয়ার বিরুদ্ধে ‘ডবল গেম’ খেলার অভিযোগও তুলে ধরেন ইমরান। ইমরান বলছেন, তিনি জীবনে ‘সবচেয়ে বড় ভুল’ করে ফেলেছিলেন জেনারেল বাজওয়ার পদে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়ে। উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই এমন একমাত্র প্রধানমন্ত্রী যাঁকে অনাস্থ প্রস্তাবের প্রেক্ষিতে সংসদে হার মেনে পদ ছাড়তে হয়। ইমরান বারবার দাবি করেছেন, পাকিস্তানের মসনদ থেকে তাঁর সরে যাওয়ার নেপথ্যে রয়েছে বড়সড় ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রে আমেরিকা ছিল বলে দাবি করেন ইমরান।  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি না খেয়ে ডাক্তারদের সঙ্গে দেখা করতে হাজির ছোট্ট ছাত্রী, কেঁদে ফেললেন শ্রীলেখা 'প্রার্থনা করি যাতে...' বাড়িতে আসছে নতুন সদস্য, দুর্গার কাছে কী চাইলেন কোয়েল? নিজেদের পাতা ফাঁদেই পা! মুলতান টেস্টে ইনিংস হারের মুখে পাকিস্তান…পিচ নিয়ে বিতর্ক কন্যা পুজোয় ভুলেও কন্যাদের দেবেন না এই জিনিস, নাহলে মা’র রোষে মিলবে না পুজোর ফল ‘‌নিরাপত্তার কাজ কতদূর এগোলো?‌’‌ মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানতে চাইলেন ডাক্তাররা লাওসের মঞ্চে 'রামলীলা' দেখলেন মোদী, বৌদ্ধ সন্ন্যাসীদের কাছ থেকে নিলেন আশীর্বাদ একমাত্র বিনিয়োগে দেখেছিলেন লোকসান! কোন ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রতন টাটা? মান্যতাকে বিয়ের ১৬ বছর পর ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, পাত্রী কে? ‘‌শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক’‌, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.