ক্রিকেটার ছিলেন। তবে নিজের কুর্সি বাঁচাতে ফুটবলের ‘সময় নষ্টের’ কৌশল নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান? পাকিস্তানের সংসদ অনাস্থা প্রস্তাব নিয়ে টালবাহানা এবং ইমরানরা শেষমুহূর্তে আদালতে যাওয়ায় এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইমরান সরকারের বিরুদ্ধে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরির সিদ্ধান্ত খারিজ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল ইমরান সরকার। এরপর চলে সন্ধ্যে থেকে পাকিস্তানের সংসদে হইহট্টোগোল। আলোচনা। পাকিস্তান জুড়ে রাজনৈতিক বিভিন্ন ঘটনা উঠে আসতে থাকে। তারই মধ্যে জল্পনা জারি থাকে ইমরানকে নিয়ে।
09 Apr 2022, 11:46:06 PM IST পাকিস্তানে সমস্ত বিমানবন্দরে সতর্কতা
এদিকে পাকিস্তানের সমস্ত বিমানবন্দরে জারি হয়েছে সতর্ক। খবর স্থানীয় মিডিয়া সূত্রে।
09 Apr 2022, 11:44:54 PM IST সংবিধান ভঙ্গের অভিযোগ
এদিকে, পাকিস্তানে অনাস্থা ভোট নিয়ে টুইটে তোপ দাগেন বিলাওয়াল জারদারি। তিনি সাড়ে ১১ টা নাগাদ টুইটে লেখেন, ‘ এক ঘণ্টা বাকি রয়েছে ভোটিংএর । আদালতের নির্দেশ অমান্য করা হল, ফের দ্বিতীয়বারের জন্য ভাঙা হল সংবিধানের নিয়ম।’
09 Apr 2022, 11:40:42 PM IST বক্তব্য রাখছেন ইমরান
‘সামরিক আইন জারি হলে যারা এমপি কিনেছেন তারাই দায়ী থাকবেন’ বললেন ইমরান খান। তিনি বলেন জেনারেলন বাজওয়াকে পদচ্যূত করার কোনও ভাবনাই ছিল না সরকারের। এছাড়াও তিনি বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করব সংবিধান ও আইন মেনে’।
09 Apr 2022, 11:10:59 PM IST জরুরি বৈঠক ও হুমকি চিঠি
জানা যাচ্ছে, হুমকি চিঠির বিষয়টিও পাকিস্তানের শীর্ষ আদালতের সামনে তুলে ধরতে বলা হয়েছে। এদিকে, তুমুল রাজনৈতিক সংকটের মধ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ইমরান খান।
09 Apr 2022, 10:48:06 PM IST মধ্য়রাতে হতে পারে পাকিস্তানে মামলার শুনানি
মধ্যরাতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দরজা খোলার বার্তা দিয়েছেন পাক চিফ জাস্টিস। বলছে পাকিস্তানের স্থানীয় মিডিয়া।
09 Apr 2022, 10:46:44 PM IST ইমরানের সাক্ষাৎ সেনা প্রধানের সঙ্গে
পাকিস্তানের স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, ইমরান খানের সঙ্গে সদ্য সাক্ষাৎ হয়েছে সেদেশের সেনা প্রধানের। এদিকে, প্রধানমন্ত্রীকে নিয়ে আইনি পদক্ষেপের বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে তোড়জোর শুরু হয়েছে বলে খবর।
09 Apr 2022, 10:31:13 PM IST আজ কি হচ্ছে না অনাস্থা ভোট?
পাকিস্তানের সচিবালয়ের উচ্চ পদস্থ অফিশিয়ালদের ডেকে পাঠালেন অ্যাসেম্বলি স্পিকার। অ্যাসেম্বলি অফিশিয়ালরা আজ ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট না করার বিষয়ে বুঝিয়েছেন স্পিকারকে।
09 Apr 2022, 10:09:57 PM IST শর্ত আরোপ ইমরানের
সূত্রের খবর , অনাস্থা ভোট চালু রাখতে তিনটি শর্ত দেন ইমরান খান। তাতে বলা হয়েছে, মসনদ থেকে ইমরান সরে গেলেও কোনও মামলা তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা যাবে না।
09 Apr 2022, 09:46:24 PM IST ১০ টা পর্যন্ত মুলতুবি
সাময়িকভাবে সভা শুরুর পর পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন মুলতুবি করা হল রাত ১০ টা পর্যন্ত।
09 Apr 2022, 09:10:32 PM IST ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন মুলতুবি
ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন মুলতুবি করা হল ৯:৩০ পর্যন্ত।
09 Apr 2022, 09:08:07 PM IST মুখ খুললেন মারিয়াম
পাকিস্তানের বিরোধী দলের নেত্রী মারিয়াম শরিফ দাবি করলেন ইমরান খানের গ্রেফতারির।
09 Apr 2022, 08:44:25 PM IST টুইটারে বায়ো পাল্টাচ্ছেন পাক মন্ত্রীরা!
অনাস্থাভোটের আগে টুইটারে বায়ো পাল্টাচ্ছেন পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা।
09 Apr 2022, 08:03:03 PM IST শুরু হবে ন্যাশনাল অ্যাসেম্বলি সেশন
সন্ধ্যে সাড়ে ৮ টা থেকে পাকিস্তানে শুরু হবে ন্যাশনাল অ্যসেম্বলি সেশন। চলবে মধ্যরাত পর্যন্ত।
09 Apr 2022, 07:29:46 PM IST অনাস্থার কাঁটা: ইমরান খানকে আগলাতে কাশ্মীর ইস্যু তুলে আনলেন পাক বিদেশমন্ত্রী
অনাস্থার কাঁটা: ইমরান খানকে আগলাতে কাশ্মীর ইস্যু তুলে আনলেন পাক বিদেশমন্ত্রী – আরও পড়ুন এখানে।
09 Apr 2022, 07:23:07 PM IST নতুন কোনও চাল? নিজের বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন ইমরান
পাকিস্তানের সংবাদমাধ্যমের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই: অনাস্থা প্রস্তাবের মধ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বাসভবনেই রাত ন'টায় সেই বৈঠক ডেকেছেন।
09 Apr 2022, 05:52:14 PM IST ইফতারের পরই কি ইমরানের ভাগ্য নির্ধারণ?
ইফতারের পর নির্ধারিত হতে পারে ইমরান খানের ভাগ্য। একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে।
09 Apr 2022, 04:50:34 PM IST ফুটবলের সময় নষ্টের কৌশল ক্রিকেটার ইমরানের? আদালতে দায়ের রিভিউ পিটিশন
ক্রিকেটার ছিলেন। তবে নিজের কুর্সি বাঁচাতে ফুটবলের ‘সময় নষ্টের’ কৌশল নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান? পাকিস্তানের সংসদ অনাস্থা প্রস্তাব নিয়ে টালবাহানা এবং ইমরানরা শেষ মুহূর্তে আদালতে যাওয়ায় এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইমরান সরকারের বিরুদ্ধে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরির সিদ্ধান্ত খারিজ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল ইমরান সরকার।
09 Apr 2022, 04:39:10 PM IST অনাস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন ইমরানদের
পাকিস্তানের সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই: ইমরান সরকারের বিরুদ্ধে পেশ হওয়া অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাসিম সুরির সিদ্ধান্ত খারিজ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করল ইমরান সরকার।
09 Apr 2022, 03:40:04 PM IST রাশিয়ায় না যেতে পাকিস্তানকে নির্দেশ আমেরিকার, দাবি ইমরানদের
পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি: পাকিস্তান সার্বভৌম দেশ। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডেকেছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমাদের রাশিয়ায় যেতে বারণ করেছিলেন। কোন দেশকে এরকমভাবে নির্দেশ দেওয়া হয়?
09 Apr 2022, 03:23:26 PM IST প্রায় আড়াই ঘণ্টা দেরি, শুরু হল অধিবেশন, রাতে সম্ভবত অনাস্থা ভোট
প্রায় আড়াই ঘণ্টা দেরি হওয়ার পর আবারও শুরু হল পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত ৮ টায় (পাকিস্তানের সময়) অনাস্থা ভোট হবে।
09 Apr 2022, 03:03:51 PM IST ‘মাঠে’ নামতে ‘ভয়’ ইমরানের? নির্ধারিত সময় ২ ঘণ্টা পরও শুরু হল না অধিবেশন
বেলা ১২ ট ৩০ মিনিটে ফের অধিবেশন শুরুর কথা ছিল। কিন্তু ঘড়ির কাঁটা ২ টো ৩০ মিনিট ছাড়িয়ে গেলেও এখনও অধিবেশন শুরু হয়নি। তার জেরে স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যিনি পাকিস্তানের শাসক দলেরই সদস্য।
09 Apr 2022, 01:14:35 PM IST আস্থা ভোটের দিন ঘোষণা হল, পাক সুপ্রিম কোর্টের নির্দেশে টেনশন বাড়ল ইমরানের
আস্থা ভোটের দিন ঘোষণা হল, পাক সুপ্রিম কোর্টের নির্দেশে টেনশন বাড়ল ইমরানের - কী বলেছিল সুপ্রিম কোর্ট - দেখে নিন এখানে
09 Apr 2022, 12:42:42 PM IST কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন
কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন। ভারতীয় সময় অনুযায়ী, দুপুর একটায় শুরু হবে।
09 Apr 2022, 11:50:05 AM IST আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়েও আলোচনা হওয়া উচিত: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার আসাদ কাইজার: আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়েও আলোচনা হওয়া উচিত। যে দাবি প্রথম থেকেই তুলে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
09 Apr 2022, 11:45:34 AM IST মুলতুবি হয়ে গেল সংসদের অধিবেশন
মুলতুবি হয়ে গেল পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন। বেলা ১২ টা ৩০ মিনিট (পাকিস্তানি সময়, ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটা) পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে গিয়েছে।
09 Apr 2022, 11:30:04 AM IST সংবিধান ও আইনের পক্ষে থেকে অধিবেশন চালান, স্পিকারকে আর্জি বিরোধী দলনেতার
বিরোধী দলনেতা শেহবাজ শরিফ: আমি আশা করছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ সংসদের অধিবেশন চালিয়ে যাবেন স্পিকার। সংবিধান এবং আইনের পক্ষে থাকার জন্য আপনাকে আর্জি জানাচ্ছি।
09 Apr 2022, 11:10:06 AM IST শুরু হল ইমরানের ‘মরণবাঁচন’ ম্যাচের অধিবেশন, পাল্লা ভারী বিরোধীদের
শুরু হল পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন। যে অধিবেশনের উপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ভর করবে। নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাবের সমর্থনে কমপক্ষে ১৭২ টি ভোট পড়লেই মেয়াাদ শেষের আগে ক্ষমতাচ্যুত হবেন ইমরান। বিরোধীদের দাবি, তাদের হাতে পর্যাপ্ত সংখ্যক সাংসদ আছে। তবে তাঁর মন্ত্রী জানিয়েছেন, অনাস্থা ভোট পিছিয়ে আগামী সপ্তাহে হতে পারে।
09 Apr 2022, 11:06:15 AM IST শুরু হল জাতীয় সংসদের অধিবেশন
শুরু হল জাতীয় সংসদের অধিবেশন। কোরান পাঠ করে অধিবেশন শুরু করেন সংসদের স্পিকার আসাদ কাইজার। নিয়ম অনুযায়ী, ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে অনাস্থা প্রস্তাবের সমর্থনে কমপক্ষে ১৭২ টি ভোট পড়তে হবে।
09 Apr 2022, 10:53:55 AM IST কার্যত আউট হয়েও মাঠ ছাড়ছেন না ইমরান, আগামী সপ্তাহ হতে পারে অনাস্থা ভোট
পাকিস্তানের জিয়ো নিউজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন যে আগামী সপ্তাহে হতে পারে অনাস্থা ভোট।
09 Apr 2022, 10:39:15 AM IST কিছুক্ষণ পরেই শুরু পাকিস্তান সংসদের অধিবেশন, নির্ধারিত হবে ইমরানের ভাগ্য
কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে পাকিস্তান জাতীয় সংসদের অধিবেশন। যেখানে নির্ধারিত হবে ইমরান খানের ভাগ্য।
09 Apr 2022, 10:28:41 AM IST ইতিমধ্যে সংসদে এসে গিয়েছেন সদস্যদের একাংশ
ইতিমধ্যে সংসদে এসে গিয়েছেন সদস্যদের একাংশ। আজ সংসদে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন ইমরান খান।
09 Apr 2022, 10:02:20 AM IST 'ভারতের উপর ছড়ি ঘোরাতে পারে না কেউ', ‘উইকেট’ বাঁচাতে মরিয়া ‘DRS’ ইমরানের
যে কোনও সময় ‘আউট’ হয়ে যেতে পারেন। ‘উইকেট’ বাঁচাতে ‘ডিসিশন রিভিউ সিস্টেমে’ ভারতের প্রশংসা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা ভোটের আগে তিনি বলেন, ‘ভারতীয়দের আত্মসম্মান বোধ প্রবল। কোনও সুপার পাওয়ারের কথায় চলে না ভারত।’ সঙ্গে বলেন, ‘আমরা এবং ভারত একইসঙ্গে স্বাধীনতা পেয়েছি। কিন্তু পাকিস্তানকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ছুড়ে ফেলা হয়েছে।’ – আরও পড়ুন এখানে
09 Apr 2022, 10:00:16 AM IST শনিবারই কি ‘শেষ ওভার’ হতে চলেছে ইমরানের?পড়তে চলেছেন অনাস্থা পরীক্ষার মুখে
শনিবার পাকিস্তান জাতীয় সংসদে 'শেষ ওভারে' নামছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা প্রস্তাবের মুখে পড়তে পারেন তিনি। বিরোধী নেতাদের দাবি, তাঁদের হাতে যে সংখ্যা আছে, তাতে ইমরানের বিদায় স্রেফ সময়ের অপেক্ষা। কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের ক্ষমতার মসনদ থেকে ‘বোল্ড’ হয়ে যাবেন। যদিও এখনও সাহসী মুখ তুলে ধরার চেষ্টা করছে শাসক দল তেহরিক-ই-ইনসাফ।