বাংলা নিউজ > ঘরে বাইরে > Imran Khan Speech Ban: নিষিদ্ধ ইমরানের লং মার্চের ভাষণের টিভি সম্প্রচার! পাক মিডিয়া রেগুলেটারি সংগঠনের সিদ্ধান্ত

Imran Khan Speech Ban: নিষিদ্ধ ইমরানের লং মার্চের ভাষণের টিভি সম্প্রচার! পাক মিডিয়া রেগুলেটারি সংগঠনের সিদ্ধান্ত

ইমরান খান।. (Photo by Arif ALI / AFP) (AFP)

শুধুমাত্র পাকিস্তানের টিভি সম্প্রচারের ক্ষেত্রেই এই নিয়ম লাগু থাকবে। PERMA জানিয়েছে, ‘ইমরান তাঁর ভাষণে রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ এনেছেন, তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টার পরিকল্পনা ঘিরে। বহু টিভি চ্যানেলে ওই বক্তব্য কোনও সম্পাদকীয় ভাবনা ছাড়াই সম্প্রচারিত হয়েছে। ’

ইমরান খানের লং মার্চের সমস্ত ভাষণ, প্রেসকনফারেন্সের টেলিভিশনে সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে দিল পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটারি অথরিটি বা PERMA। উল্লেখ্য, সদ্য লং মার্চের এর সভায় পাকিস্তানের ওয়াজিরাবাদে ইমরানের পায়ে গুলির আঘাত লাগে। প্রাণে বাঁচেন পাকিস্তান তেহরিক এ ইনসাফ পার্টির নেতা।

উল্লেখ্য, হাসপাতালে ভর্তি হয়ে আপাতত চিকিৎসাধীন ইমরান খান। সদ্য সেখান থেকেই একটি সম্প্রচারে ইমরান জানান, তাঁর পায়ে একটি নয় ৪ টি বুলেট লেগেছে। এর আগে ইমরানের পার্টির তরফে ও গুলি চালনার ঘটনা ঘিরে অভিযোগের তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে রাখেন। এদিকে, ইমরান তাঁর চিকিৎসাধীন অবস্থানে দেশবাসীর উদ্দেশে বার্তায় জানান যে, তাঁর কাছে আগে থেকে খবর ছিল যে পাকিস্তানের গুজরাতে কিম্বা পঞ্জাব প্রভিন্সে তাঁর ওপর হামলা হতে পারে। এদিকে, ইমরানকে লক্ষ্য করে যে ব্যক্তি গুলি চালায়, তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জানিয়েছে, তার সঙ্গে আর কেউ যুক্ত নন। সে একাই এই কাণ্ড ঘটিয়েছে। এদিকে, এই গুলি চালনার ঘটনার পর লং মার্চে ইমরানের পুরনো বা আগামী দিনে হতে চলা সমস্ত ভাষণকে সম্প্রচারের নিষেধাজ্ঞায় রেখেছে PERMA। শুধুমাত্র পাকিস্তানের টিভি সম্প্রচারের ক্ষেত্রেই এই নিয়ম লাগু থাকবে। PERMA জানিয়েছে, ‘ইমরান তাঁর ভাষণে রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ এনেছেন, তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টার পরিকল্পনা ঘিরে। বহু টিভি চ্যানেলে ওই বক্তব্য কোনও সম্পাদকীয় ভাবনা ছাড়াই সম্প্রচারিত হয়েছে। ’

PERMA জানিয়েছে, ‘এমন ধরনের বক্তব্যকে সম্প্রচার করলে তা মানুষের মধ্যে হিংসা জাগিয়ে তুলবে।’ সেখানে এও বলা হয়েছে, যে এই ধরনের ভাষণে মানুষের স্বাভাবিক শান্তি বিঘ্নিত হতে পারে। ইমরানের বক্তব্যের জেরে পাকিস্তানের জাতীয় সুরক্ষাও বিঘ্নিত হতে পারে বলে অভিযোগ করা হয়েছে। সেদেশের আর্টিক্যাল ১৯ এর লঙ্ঘন হতে পারে এই বক্তব্য থেকে বলেও দাবি করেছে PERMA।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন