ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দাবি, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের আমলে বিপুল পরিমাণ ঘুষ খেয়েছেন তাঁরা। নিয়েছেন প্রায় ৫০০ কোটি পাকিস্তানি মুদ্রা। সেই সঙ্গে বিঘার পর বিঘা জমি আত্মস্যাত্ করেছেন বলে অভিযোগ।
মঙ্গলবার, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এই বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, ইমরান এবং তাঁর স্ত্রী ক্ষমতায় থাকাকালীন এক রিয়েল এস্টেট ফার্মকে 'সুরক্ষা দেওয়ার' বিনিময়ে জমি এবং নগদ অর্থ গ্রহণ করেছিলেন।
ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে সানাউল্লাহ বলেন, ইসলামাবাদের রিয়েল এস্টেট সংস্থা বাহরিয়া টাউনের থেকে ওই বিপুল টাকা নিয়েছেন তত্কালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী। তিনি বলেন,এই দুর্নীতি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিও জানতে পেয়েছে।
টাকার বিনিময়ে সরকারি সম্পত্তির নয়ছয়ে জড়িত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট, এমনই অভিযোগ তুলেছেন সানাউল্লাহ।
তিনি জানান, ইমরান খান, বুশরা বিবি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্বের কারণে একাধিক সুবিধা পাইয়ে দেওয়া হয়।
এই বিষয়ে, তিনি একটি অডিয়ো টেপও শোনান সাংবাদিকদের। তাতে একজন শিল্পপতি এবং তাঁর মেয়ের মধ্যে একটি কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।তাতে শোনা যাচ্ছে, প্রাক্তন ফার্স্ট লেডির জন্য ‘একটি উপহার’ চাইছেন তিনি।