লং মার্চে বেরিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াজিরাবাদে তাঁকে নিশানা করে একের পর এক গুলি।সূত্রের খবর, একাধিক গুলি লাগে তাঁর পায়ে। তারপর দ্রুত তাঁকে লাহোরের শৌকত খানুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সার্জারি করা হয়েছে তাঁর। ইমরানের চিকিৎসার জন্য় তৈরি হয়েছে চার সদস্যের টিমের। তার মাথায় রয়েছেন ডাঃ ফয়জল সুলতান। তিনি প্রধানমন্ত্রীর প্রাক্তন স্বাস্থ্যবিষয়ক স্পেশাল অ্য়াসিস্ট্যান্ট।
তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে ইমরান খানের পা থেকে বুলেট বের করা হয়েছে। তবে তাঁর পায়ের একটি হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে গুলির জেরে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বর্তমানে বিপদমুক্ত। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
তবে সূত্রের খবর, পা থেকে গুলি বের করার পরে তিনি কিছুটা হলেও স্থিতিশীল রয়েছেন। তাঁকে নজরে রেখেছেন চিকিৎসকরা।
চিকিৎসক টিমের প্রধান ডাঃ ফয়জল সুলতান জানিয়েছেন, ইমরান খান বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তিনি কথা বলছেন। ব্লাড প্রেসার ঠিক আছে।
এদিকে ইমরানের গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তাঁর অনুগামীদের মধ্য়ে উদ্বেগ ছড়ায়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন তাঁর অনুগামীরা। সেই সঙ্গেই ইমরান অনুগামীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালনও শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত ইমরানের পা থেকে গুলি বের করার খবরে স্বস্তি ফিরেছে তাঁর অনুগামীদের মধ্যে। লাহোরে যে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।