পরিসংখ্যান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হতে... more
পরিসংখ্যান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তা নিয়ে টুইট করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘ কিছু বছর আগে দিল্লি বিশ্বের সবচেয়ে বেশি দূষিথ শহরের তালিকায় ছিল। এখন আর নেই।’ তিনি জানান, এই কর্মকাণ্ডে দিল্লির নগরবাসীর অবদান সবচেয়ে বেশি।
1/4 এশিয়ার সবচেয়ে বেশি দূষণযুক্ত ১০ টি শহরের তালিকায় ৮ টিই রয়েছে ভারত থেকে। তবে যে শহরকে ঘিরে ভারতে দূষণ নিয়ে বহু হইচই হয়েছে, সেই রাজধানী দিল্লি এই 'সবচেয়ে বেশি দূষণ' যুক্ত শহরের তালিকায় নেই। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, তা নিয়ে সরব হয়ে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। (Photo by Raj K Raj/ Hindustan Times) (Raj K Raj/HT PHOTO) (HT_PRINT)
2/4ভারতে সবচেয়ে বেশি দূষণ কোন শহরে- ভারতে সবচেয়ে বেশি দূষণ যুক্ত শহরের তালিকায় এগিয়ে রয়েছে গুরুগ্রাম। রবিবার সকালে তাদের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল একিউআই ৬৭৯। এরপর রয়েছে রেওয়ারির কাছে দেহরাদুন একিউআই ৫৪৩ তাদের ইনডেক্স, তারপরই রয়েছে ৩১৬ ইনডেক্স নিয়ে বিহারের কাছে মুজাফ্ফরনগর। (Photo by Sakib Ali /Hindustan Times) (HT_PRINT)
3/4বাকি শহরের তালিকা- একিইউ ২৯৮ রয়েছে লখনউ, এরপর রয়েছে ডিআরসিসি আনন্দপুর, বেগুসরাই, ভোপাল চোরাই, দেওয়াস,কড়কপারা, কল্যাণ,দর্শননগর, ছাপরা। (Photo by Sakib Ali /Hindustan Times) (HT_PRINT)
4/4এই পরিসংখ্যান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তা নিয়ে টুইট করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, ‘ কিছু বছর আগে দিল্লি বিশ্বের সবচেয়ে বেশি দূষিথ শহরের তালিকায় ছিল। এখন আর নেই।’ তিনি জানান, এই কর্মকাণ্ডে দিল্লির নগরবাসীর অবদান সবচেয়ে বেশি। তিনি লেখেন, এখনও অনেক পথচলা বাকি, তাও আরও চেষ্টা করতে হবে, যাতে এই দিল্লি বিশ্বের সেরা শহর হয়। REUTERS/Rupak De Chowdhuri/File Photo (HT_PRINT)