সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ব্যবহারকারীদের অবাক এবং হতবাক করে দিয়েছে, কারণ এতে দেখা যাচ্ছে যে একটি দোকানের ভিতরে দেবতার ছবি দেখতে পেয়ে একজন চোরের হঠাৎ মন পরিবর্তন হয়ে যায়। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে সেই মুহূর্তটি ধরা পড়েছে যখন আপাতদৃষ্টিতে ওই চুরি করতে আসা ব্যক্তি একটি দোকানে লুট করার চেষ্টা করছিলেন, তখনই দেবতার ছবিটি উপর থেকে পড়ে, তাঁর পায়ে লাগে। দেখা যায় এরপর তিনি দোকান থেকে বেরিয়ে যান।
(আরও পড়ুন: চোর মহিলার অন্তর্বাস তার প্যান্টে ঢুকিয়ে দেয়, সিসিটিভি দেখার পর তা ফেরত দেয়: 'জঘন্য' )
ভিডিওটি 'ঘন্টা' নামক ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে এবং অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। টাইমস নাউ-এর একটি প্রতিবেদন অনুসারে, ফুটেজে দেখা যাচ্ছে যে ব্যক্তি দোকানে প্রবেশ করছেন এবং ঢুকতেই দেবতার মূর্তি তাঁর সামনে পড়ে যায়। তবে, ভিডিওটির ওভারলে লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে তিনি দোকান থেকে পরে বেরিয়ে গেছেন, তবে ফুটেজে এই অংশটি দৃশ্যমান নয়।
ক্লিপটি এখানে দেখুন:
এটা কি কিছুর 'আভাস' নাকি নিছক কাকতালীয়?
ভাইরাল ভিডিওটির লেখাটিতে লেখা আছে: 'একজন চোর দোকানে প্রবেশের চেষ্টা করছিল। তারপর সে দেখতে পেল যে একটি ঈশ্বরের ছবি পড়ে আছে। সে শান্তভাবে সেটি তুলে নেয়, প্রণাম করে দোকান থেকে বেরিয়ে যায়।" পোস্টের ক্যাপশনে এই মুহূর্তটিকে আরও জোর দিয়ে বলা হয়েছে, "এটি একটি ইঙ্গিত।"
ক্লিপটি তখন থেকে ব্যাপক সাড়া ফেলেছে, হাজার হাজার লাইক, মন্তব্য এবং শেয়ার পেয়েছে। তবে, HT.com স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা বা এর সাথে সম্পর্কিত দাবিগুলি যাচাই করেনি।
নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্যের অংশে প্রশংসা, বিনোদন এবং সংশয়ের মিশ্রণ ছড়িয়ে দিয়েছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য। বিশ্বাস সত্যিই মানুষকে অপ্রত্যাশিতভাবে বদলে দেয়!’
আরেকজন মন্তব্য করলেন, ‘আচ্ছা, অন্তত তার কিছু নীতিবোধ আছে। কিন্তু দোকানদারের নিরাপত্তার কী হবে?’
(আরও পড়ুন: 'পরবর্তী স্তরের চোর হ্যায় ভাই': চোর চলন্ত ট্রেনের জানালা থেকে ঝুলছে, খাচ্ছে। দেখুন )
একজন সন্দেহপ্রবণ দর্শক মন্তব্য করেছেন, ‘আমরা কীভাবে জানব যে সে সত্যিই চলে গেছে? ভিডিওটিতে সেই অংশটি দেখানো হয়নি।’
আবার কেউ মজা করে বলল, ‘ঈশ্বর দোকানটা বাঁচিয়েছেন, কিন্তু যদি সে অন্য জায়গায় ডাকাতি করে?’
আরেকজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘হয়তো তিনি এটাকে একটা সতর্কীকরণ ভেবেছিলেন এবং ঝুঁকি নিতে চাননি!’