বাংলা নিউজ > ঘরে বাইরে > মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভার ১৯ সাংসদের, সংসদের উচ্চ কক্ষের সমীকরণ কী হবে তখন?

মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভার ১৯ সাংসদের, সংসদের উচ্চ কক্ষের সমীকরণ কী হবে তখন?

New Delhi, Feb 08 (ANI): Proceedings of Rajya Sabha underway during the Budget Session of Parliament, in New Delhi on Tuesday. (ANI Photo/ SansadTV) (ANI)

এপ্রিলে মেয়াদ ফুরোবে কংগ্রেসের আনন্দ শর্মা। মেয়াদ ফুরোবে বাংলার দুই বিজেপি মনোনীত সদস্য স্বপনদাশগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়েরও।

আগামী এপ্রিল মাসেই মেয়াদ ফুরোবে রাজ্যসভার ১৯ জন সাংসদের। তাঁদের মধ্যে ৬ জন কংগ্রেসের এবং ৫ জন কংগ্রেসের। এর জেরে সংসদের উচ্চ কক্ষে বিজেপির সদস্য সংখ্যা ৯৭ থেকে কমে ৯২ হবে। এদিনে ২৪৫ সদস্য বিশিষ্ট রাজ্যসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ৩৪ থেকে কমে ২৮ হয়ে যাবে।

এপ্রিলে মেয়াদ ফুরোতে চলেছে কংগ্রেসের আনন্দ শর্মার। বাজেট অধিবেশনে নিজের বক্তৃতায় আনন্দ শর্মা ইঙ্গিত দিয়েছেন যে তিনি হয়ত আর রাজ্যসভায় ফিরবেন না। আনন্দ শর্মা হিমাচলপ্রদেশের প্রতিনিধিত্ব করেন রাজ্যসভায়। আনন্দ শর্মা ছাড়াও মেয়াদ ফুরোচ্ছে কংগ্রেসের একে অ্যান্টনি (কেরল, প্রতাপ সিং বাজওয়া, শমসের সিং দুল্লো (পঞ্জাব), রিপুন বোরা এবং রানি নারাহ (অসম)।

এদিকে বিজেপিরও সদস্য সংখ্যা কমবে উচ্চ কক্ষে। বিজেপির মনোনীত সদস্য অভিনেতা সুরেশ গোপী, অভিনেতা থেকে রাজনীতিবিদ রূপা গাঙ্গুলী এবং সাংবাদিক স্বপন দাশগুপ্তর মেয়াদ ফুরিয়ে যাবে এপ্রিলে। তাছাড়া মেয়াদ ফুরোবে সুব্রহ্মণ্যম স্বামীর। পাশাপাশি মনোনীত সাংসদ বক্সার মেরি কম এবং অর্থনীতিবিদ নরেন্দ্র যাদব অবসর নেবেন এপ্রিলে। বিজেপির শ্বেত মালিকের (পঞ্জাব) মেয়াদও শেষ হচ্ছে এপ্রিলে।

নাগাল্যান্ডের একমাত্র সদস্য, নাগা পিপলস ফ্রন্টের কেজি কেনেও অবসর নেবেন। তাছাড়া লোকতান্ত্রিক জনতা দলের এমভি শ্রেয়ামস কুমার (কেরল), সুখদেব সিং ধীন্ডসা, পঞ্জাবের শিরোমণি আকালি দলের নরেশ গুজরাল, ভারতের কমিউনিস্ট পার্টির কে সোমা প্রসাদ (কেরল) এবং ঝর্ণা দাস বৈদ্যও (ত্রিপুরা) এপ্রিল মাসে অবসর নেবেন৷ পঞ্জাব থেকে রাজ্যসভার পাঁচটি শূন্যপদের জন্য এই মাসেই ভোটগ্রহণ হবে।

ঘরে বাইরে খবর

Latest News

বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.