সদ্য উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপূর্বে রেল ঘিরে আরও এক চাঞ্চল্যকর খবর। এবার খবর আসমের। সেখানে ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস রক্ষা পেল বড় দুর্ঘটনার হাত থেকে। মঙ্গলবার রাতে, ডিব্রুগড় রেল স্টেশন ছাড়ার খানিকক্ষণ পর, কিছু কিলোমিটার পথ চলার পর ট্রেনের ইঞ্জিন থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। চলন্ত ট্রেন থেকে এভাবে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এর জেরে কোনও হতাহতের খবর নেই।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। লোকোপাইলট ও রেলের প্রযুক্তি বিষয়ক টিমের তৎপরতায় বড় বিপত্তি রোখা গিয়েছে বলে জানিয়েছে রেল। জানা গিয়েছে, অসমের ডিব্রুগড় থেকে পশ্চিমবঙ্গের হাওড়া যাচ্ছিল কামরূপ এক্সপ্রেস। মঙ্গলবার রাত ৮.৩০ মিনিট নাগাদ এই বিপত্তি ঘটে যায়। লোকোপাইলট তখন চালাচ্ছিলেন ট্রেন। আচমকা তিনি অনুভব করেন যে, ইঞ্জিন থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদিকে, দেখা যায়, ট্রেন তখনও চলছে। তবে ধীরে ধীরে তার গতি কমে যায়। কয়েক কিলোমিটার যাওয়ার পর ট্রেন ধীরে ধীরে গতি কমিয়ে ফেলে। তারপর তাকে থামানো হয়। রেল জানিয়েছে, সমস্ত রেলযাত্রীরা নিরাপদে রয়েছেন। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
এনএফআর-এর প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও), সব্যসাচী দে বলেছেন যে এক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং রাত ৯.৩০ মিনিট নাগাদ ট্রেনটি আবার যাত্রা শুরু করে। সব্যসাচী দে জানান, বুধবার নির্ধারিত সময়ে হাওড়া পৌঁছে যায় কামরূপ এক্সপ্রেস।
(Durga Puja 2024: দুর্গাপুজো ২০২৪ এর কাউন্টডাউন শুরু! উইকেন্ডে রয়েছে নবমী-দশমী, রইল তারিখ, দিনক্ষণ )
কিছু মাস আগে জলপাইগুড়ি-গুয়াহাটি এক্সপ্রেস পড়েছিল দুর্ঘটনার কবলে। ৫ টি বগি সেই সময় লাইনচ্যূত হয়েছিল। এরপর গত জুন মাসে, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে যায়। প্রাথমিকভাবে সেই ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর উঠে আসে, ততক্ষণে আহতের সংখ্যা ৪০। ওড়িশার বালাসোরের রেল দুর্ঘটনার পর ফের এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। রেলের নিরাপত্তা, লোকোপাইলটদের পর্যান্ত বিশ্রাম প্রদান, ইত্যাদি নানান ইস্যু নিয়ে ওঠে প্রশ্ন। এরপর অসমের মঙ্গলবারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে।