বাংলা নিউজ > ঘরে বাইরে > Yogi Adityanath Poster Incident: 'আজাদি কা অমৃত মহোৎসব' এর হোর্ডিংয়ে যোগীর মুখ বিকৃত করার অভিযোগ! ঘটনাস্থল উত্তর প্রদেশ

Yogi Adityanath Poster Incident: 'আজাদি কা অমৃত মহোৎসব' এর হোর্ডিংয়ে যোগীর মুখ বিকৃত করার অভিযোগ! ঘটনাস্থল উত্তর প্রদেশ

 এই হোর্ডিং ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।

মাঝে মাত্র আর একটা দিন। ১৫ অগাস্ট দেশে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ বছরের পূর্তি অনুষ্ঠান। স্বাধীমতা দিবস ঘিরে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 'হর ঘর তিরঙ্গা' ও 'আজাদি কা অমৃত মহোৎসব' পালনের উদ্যোগ নিয়েছেন। সেই 'আজাদি কা অমৃত মহোৎসব' ঘিরে ইতিমধ্যেই দেশ জুড়ে নানান কর্মকাণ্ড হচ্ছে। উত্তরপ্রদেশের ফিরোজাবাদেও 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে একটি হোর্ডিং টাঙানো হয়। আর সেই হোর্ডিংই কেড়েছে শিরেনাম।

ফিরোজাবাদের এই হোর্ডিংয়ে দেখা যায়, নরেন্দ্র মোদী সহ স্থানীয় প্রশাসনিক কর্তার ছবি। হোর্ডিংয়ে সকলের ছবি দেখা যাচ্ছে ঠিক রয়েছে। তবে যোগী আদিত্যনাথের ছবি সেখানে বিকৃত করা হয়। এরপরই বিজেপি ব্যাপক প্রতিবাদে নামে ঘটনা ঘিরে। স্থানীয় বিজেপি বিধায়ক মণীশ অসিজা প্রতিবাদে মুখ হয়ে ওঠেন। স্থানীয় পুরসভার কর্তাদের কাছে এই কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তিনি। বিজেপি নেতাজের দাবি, 'এটি কোনও একজন ব্যক্তি করেননি। অনেকজন মিলে পরিকল্পনা করে সমাজবিরোধীদের দিয়ে করিয়েছেন।যাতে শহরের শান্তি বিঘ্নিত হয়।' ঝাল কাকে বলে! ১ মিনিটে ১৭ টি ভূত জালোকিয়া লঙ্কা খেয়ে 'কাণ্ড' ঘটিয়েছেন ইনি

ফিরোজাবাদের জেলা শাসক রবিরঞ্জন বলছেন, 'প্রশাসন বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে দেখছে। এই অপরাধমূলক কাজ যে করেছে তাকে ছাড়া হবে না। গুরুতর আইনি পদক্ষেপ নেওয়া হবে।'ইতিমধ্যেই ঘটনা ঘিরে দুটি এফআইআর দায়ের হয়েছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের গান্ধীপার্ক ক্রসিংয়ে এমন হোর্ডিং দেখা গিয়েছে। মেজিস্ট্রেট জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের ধরার চেষ্টা করা হচ্ছে।

বন্ধ করুন