জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ৪ জঙ্গির খোঁজে নেমেছিল সেনা সহ নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর এই অভিযানে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহিদ হন ক্যাপ্টেন দীপক সিং। জানা গিয়েছে, এক নাগরিকও গুলিতে আহত হয়েছেন।
কাশ্মীরের ডোডার জঙ্গল ঘেরা এলাকায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। ডোডা জেলার আসার এলাকায় ৪ জন জঙ্গির একটি গোষ্ঠী ছিল বলে খবর পায় সেনা। সূত্রের খবর, শিবগড়-আসর বলয়ে ওই ৪ জঙ্গি গা ঢাকা দিয়েছিল বলে খবর। তারপর সেনা কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন শুরু করে। ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিদের গুলি বর্ষণ শুরু হয়। পাল্টা গুলি করে সেনাও। এদিকে, ঘটনাস্থল থেকে আমেরিকায় তৈরি এম ৪ অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়। এছাড়াও রক্তাক্ত পোশাক উদ্ধার হয়। যাতে বিভিন্ন রকমের সামগ্রী, থাকা খাওয়ার সরঞ্জাম রয়েছে। এদিকে, স্বাধীনতা দিবসের আগের দিন এই জঙ্গিদের সঙ্গে লড়াইতে শহিদ হলেন ভারতের এক বীর যোদ্ধা। সেনার তরফে জাননো হয়েছে, অপারেশন আসার-এ ক্যাপ্টেন দীপক সিং শহিদ হয়েছেন।
জানা গিয়েছে, গতকাল বিকেলেই ওই ৪ জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনা। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযামে নামে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে বিকেলেই পৌঁছয় সেনা। গুলি বর্ষণে সেখানে জঙ্গিদের আটকে রাখে বাহিনী। রাতে সামান্য দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে জঙ্গল ঘেরা এই এলাকায় সকাল হতেই অভিযানে নামে সেনা।
উল্লেখ্য, রাত পোহালেই স্বাধীনতা দিবস। এই দিনটি ঘরে দিকে দিকে উদযাপনের রেশ। কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে দেশের নানান প্রান্ত। নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিটিংয়ে ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সিনিয়র ব্যক্তিরা। গত কয়েক সপ্তাহে, জম্মু অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে , বিশেষ করে পীর পাঞ্জাল রেঞ্জের দক্ষিণাঞ্চলে। যে এলাকায় ঘন বন এবং খাড়া পাহাড় রয়েছে যা সন্ত্রাসীদের জন্য আচ্ছাদন প্রদান করে। সেখানেই কার্যত জঙ্গিরা নতুন ভাবে অপারেশন শুরু করছে। বহু দিন ধরে এই এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা যায়নি। তবে বিগত কয়েক মাস ধরে এলাকায় চাঙ্গা হচ্ছে সন্ত্রাসীরা।