১৭ মাস পর জেল থেকে বের হবেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তিনি অভিযুক্তের তালিকায়। মণীশের জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হলেও শেষমেশ সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদনে সায় দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথের বেঞ্চ এই মামলায় নির্দেশ ৬ অগস্ট রিজার্ভে রেখেছিল। ৪ শর্তে তাঁকে এই জামিন দেওয়া হয়েছে।
মণীশ সিসেদিয়াকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট বলে,জামিনের ব্যাপারে হাইকোর্ট আর ট্রায়াল কোর্ট নিজেকে সুরক্ষিত করছে। মূলত, চারটি শর্তে সিসোদিয়াকে জামিন দেওয়া হয়েছে। সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে বা প্রমাণের সাথে হস্তক্ষেপ করা থেকে দূরে থাকতে হবে। দুটি সিওরিটি সহ সহ ১০ লক্ষ টাকার একটি জামিন বন্ড প্রদান করুন৷ পাসপোর্ট পুলিশ স্টেশনে রাখতে হবে। তদন্তকারী অফিসারের কাছে সপ্তাহে দুবার হাজিরা দিতে হবে।
কোর্ট বলছে, তাঁকে ফের ট্রায়াল কোর্টে পাঠানো ‘বিচারের প্রতারণা’ হবে। কড়া মেজাজে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়,' আদালত ভুলে গিয়েছে যে শাস্তি হিসেবে জামিন আটকে রাখা উচিত নয়। নীতিগত জামিন নিয়ম এবং জেল ব্যতিক্রম।' উল্লেখ্য, যে মামলায় মণীশ সিসোদিয়া জেল বন্দি হন, সেই দিল্লি আবগারী দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই, ইডি। সেখানে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে। সেই মামলাতেই গ্রেফতার হন দিল্লির আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। মণীশ সিসোদিয়া যখন দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি গ্রেফতার হয়েছিলেন। এরপর জেলবন্দি অবস্থায় তিনি পদত্যাগ করেন। ফলে বর্তমানে পদাধিকারে তিনি দিল্লির উপমুখ্যনন্ত্রী আর নন।
এদিকে, এই আবগারি দুর্নীতি মামলায় কয়েক মাস আগে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি সদ্যই একটি জামিনের মামলায় কোর্টে বড় ধাক্কা খেয়েছেন। জেলবন্দি অবস্থায় কেজরিওয়াল যদিও পদ থেকে ইস্তফা দেননি। এই নিয়ে তৃতীয় দফা জামিনের আবেদন করলেন মণীশ সিসোদিয়া। এর আগে ৩০ অক্টোবর তিনি এই আবেদন করেছিলেন। তবে সেবার দেশের শীর্ষ আদালত তাঁকে জামিন দেয়নি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, জামিন না দেওয়াকে শাস্তি হিসাবে পরিগণিত করা যায় না। সুপ্রিম কোর্ট বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ সময় যেখানে কোর্টগুলির বোঝা দরকার যেন, ‘জেল নয় জামিন’ নিয়মকে। সিসোদিয়ার মামলায় কোর্ট বলছে, ট্রায়াল সঠিক সময়ে শেষ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। দীর্ঘ নথি পরীক্ষা করার অধিকার রয়েছে সিসোদিয়ার, সাফ জানাচ্ছে কোর্ট।