ক্লাবে যে গান বাজছিল, তা অপছন্দ ছিল একটি গোষ্ঠীর, আর এই গান নিয়েই বেধে গেল ঝগড়া! ঘটনা গাজিয়াবাদের। সেখানে ক্রিস্টাল ক্লাবে যে গান প্লেলিস্ট থেকে বাজানো হচ্ছিল, তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলা হয়। তার জেরে রাস্তায় নেমে দুই গোষ্ঠী মারপিট করে। লাঠির বাড়ি তুমুল মারধর চলে। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও আসতে থাকে। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।
ভিডিয়োয় দেখা যায়, একদল যুবক লাঠি নিয়ে তাড়া করছেন অপরজনকে। ওয়েল্ডিং স্টিক নিয়ে যখন একদল তাড়া করছে, তখন অন্যদিক থেকে বাইক নিয়ে একজন হুমকির চালে এগিয়ে আসছে। রাতের গাজিয়াবাদে এমন দৃশ্য ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। এদিকে, বাইকে করে যাওয়া ব্যক্তির দিকে আরেক ব্যক্তি লাঠি উঁচিয়ে তেড়ে আসেন। তবে মারেননি। ক্রিস্টাল ক্লাবের বাইরের এই গোটা দৃশ্যের কেন্দ্রে ছিল ক্লাবের মধ্যে বেজে ওঠা গান।
জানা যাচ্ছে, ক্রিস্টাল ক্লাবে একদল গোষ্ঠীর যুবক পার্টি করতে আসেন। অন্যদিকে, আরেকটি দল সেখানে তাদের জিম কোচের জন্মদিন পালন করতে আসেন। এই গোষ্ঠীতে ছিলেন দিল্লি পুলিশের এক কনস্টেবলও। এরই মাঝে ক্লাবে চলছিল একটি গান। গান নিয়েই লেগে যায় তর্ক। একপক্ষের সেই গান পছন্দ হলেও, অন্যপক্ষের তা হয়নি। ফলে শুরু হয়ে যায় ঝগড়া।
এই ধুন্ধুমার পরিস্থিতির মাঝে চলে আসে পুলিশ। যারাই এই মারধোরের মধ্যে ছিল, তাদের সকলকে ধরে একত্রিত করতে থাকে পুলিশ। এদিকে, কাছেই ছিল রাস্তায় দাঁড়ানো পুলিশের গাড়ি। সেখানে সকলকে তুলে দেওয়া হয়। গাজিয়াবাদ পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার সালোনি আগরওয়াল বলেন,' ক্লাবের একজনের মধ্যে দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলও ছিলেন। গান বাজানো নিয়ে মারামারি হয়। একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং দুইজনকে মেডিকেল চেক আপের জন্য পাঠানো হয়েছে। উভয় গ্রুপের মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।'