বাংলা নিউজ > ঘরে বাইরে > লিভ ইন পার্টনারকে খুন, দেহখণ্ড ছিল ফ্রিজে ও সুটকেসে! মৃতার মাথার অংশ উদ্ধার ঘিরে কিনারা মামলার, ধৃত ১

লিভ ইন পার্টনারকে খুন, দেহখণ্ড ছিল ফ্রিজে ও সুটকেসে! মৃতার মাথার অংশ উদ্ধার ঘিরে কিনারা মামলার, ধৃত ১

হায়দরাবাদের দিলসুখনগরের চৈতন্যপুরীর একটি বাড়িতে থাকতেন ৫৫ বছর বয়সী ইয়ের্রাম অনুরাধা রেড্ডি। তাঁর সঙ্গে লিভ ইন করতেন বি চন্দ্রমোহন। জানা গিয়েছে, চন্দ্রমোহনের বাড়িতেই ভাড়া থাকতেন ইয়েরাম। আর তাঁকে খুন করে ইয়েরামের হাত ও পা ফ্রিজে ও বাকি দেহাংশ সুটকেসে রাখার অভিযোগ ইয়েরামের বিরুদ্ধে।

অন্য গ্যালারিগুলি