লাইনের এক প্রান্ত থেকে তখন বেগে আসছিল ট্রেন। আর তার সামনেই নিজের সন্তানের হাতে হাত রেখে, একই সঙ্গে বাবা ও ছেলে শুয়ে পড়লেন রেল লাইনে। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য। ট্রেন চলে যেতেই উদ্ধার হল মৃতদহ দুটি। এহেন মৃত্যুর নেপথ্যে কী কারণ? খুঁজছে পুলিশ। তবে এই গোটা মর্মান্তিক দৃশ্য সিসিটিভি বন্দি হতেই, তা প্রকাশ্যে আসে।
মুম্বইতে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত ভয়ন্ডর রেলস্টেশন। এই স্টেশন অবস্থিত পালঘরে। সেখানেই স্টেশনের কাছে রেলট্র্যাকে এই দৃশ্য দেখা যায়। কেন ওই পিতাপুত্র আত্মহত্যার রাস্তা বেছে নিলেন? এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যে ভিডিয়ো এই মর্মান্তিক ঘটনা ঘিরে উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে হাঁটার সময় একটি ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় একে অপরের সাথে তারা কথা বলছিল।
প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে, দুজনকে নিচে নেমে ট্র্যাক পার হতে দেখা যায়। হাতে হাত রেখে এরপর তাদের লাইনের দিকে যেতে দেখা যায়। তারপর তারা একে অপরের হাতে হাত রেখে রেল লাইনেই শুয়ে পড়ে। ততক্ষণে লাইনে এসে গিয়েছে ট্রেন। চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যার রাস্তা নেয় ওই দুজন। ট্রেন চলে যেতেই তাদের দেহ রেল লাইনে পড়ে থাকতে দেখা যায়। ভয়ন্ডরের প্ল্যাটফর্ম ৬ এ এই ঘটনা দেখা যায়। সোমবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে যায়।
যে ট্রেনের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি ভিরার থেকে চার্চগেট যাচ্ছিল। নিহতদের নাম জয় মেহতা (৩৫) এবং তার বাবা হরিশ মেহতা (৬০), দুজনেই নালাসোপাড়ার বাসিন্দা। আত্মহত্যার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং পুলিশ দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।