বাংলা নিউজ > ঘরে বাইরে > New Parliament Building: মোদী সরকারের ৯ বছর পূর্তির সময়ই কি উদ্বোধন হচ্ছে নতুন সংসদ ভবন?

New Parliament Building: মোদী সরকারের ৯ বছর পূর্তির সময়ই কি উদ্বোধন হচ্ছে নতুন সংসদ ভবন?

দিল্লির বুকে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আওতায় এই সংসদভবন নির্মাণ করা হচ্ছে। এক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভবন ঘুরে দেখেছেন। একদিন সন্ধ্যায় তিনি আচমকাই পর্যবেক্ষণ করেন এই নয়া সংসদভবন। সেদিন লোকসভার স্পিকার ওম বিড়লাও ছিলেন তাঁর সঙ্গে। দু'জনে ১ ঘণ্টা ধরে ঘুরে দেখেন নতুন সংসদভবন।

অন্য গ্যালারিগুলি