দিল্লির বুকে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আওতায় এই সংসদভবন নির্মাণ করা হচ্ছে। এক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভবন ঘুরে দেখেছেন। একদিন সন্ধ্যায় তিনি আচমকাই পর্যবেক্ষণ করেন এই নয়া সংসদভবন। সেদিন লোকসভার স্পিকার ওম বিড়লাও ছিলেন তাঁর সঙ্গে। দু'জনে ১ ঘণ্টা ধরে ঘুরে দেখেন নতুন সংসদভবন।
1/4খুব শিগগিরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন নতুন সংসদ ভবন। ২০২৩ সালের মে মাসের শেষে দিল্লিতে তৈরি হওয়া এই নয়া সংসদভবনের উদ্বোধন হতে পারে। উল্লেখ্য, কেন্দ্রে মোদী সরকারের অধীনে এনডিএ সরকারের ৯ বছর পূর্তি হচ্ছে মে মাসের শেষে। তখনই হতে পারে এই উদ্বোধন। এমনই খবর সূত্রের।
2/4দিল্লির বুকে সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই সংসদভবন নির্মাণ করা হচ্ছে। এক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভবন ঘুরে দেখেছেন। একদিন সন্ধ্যায় তিনি আচমকাই পর্যবেক্ষণ করেন এই নয়া সংসদভবন। সেদিন লোকসভার স্পিকার ওম বিড়লাও ছিলেন তাঁর সঙ্গে। দু'জনে ১ ঘণ্টা ধরে ঘুরে দেখেন নতুন সংসদভবন।
3/4২০২০ সালে নতুন সংসদভবনের শিলান্যাস করেছিলেন মোদী। সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ নতুন সংসদভবনের প্রয়োজনীয়তা বহু বছর ধরে অনুভূত হচ্ছে। একুশ শতকের ভারতের নতুন সংসদভবন চাই।’ (ANI Photo)
4/4মোদী সেদিনের বক্তব্যে বলেছিলেন, 'সংসদের পুরনো ভবন দেশের প্রয়োজনীয়তা পূরণ করেছে। আর নতুন ভবন দেশের আশা পূরণ করবে।' উল্লেখ্য, ৬৪ হাজার ৫০০ স্কোয়ার মিটার এলাকাজুড়ে ২০, হাজার কোটি টাকা ব্যায়ে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের মধ্যে এই সংসদভবনের নির্মাণ হয়। এবার সেই ভবনেরই উদ্বোধনের পালা।