অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে ১৯৫৮ সালের ‘আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট’ বা আফস্পার আওতায় বেশ কিছু জায়গায় ‘অশান্ত এলাকা’র তকমার মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র। উল্লেখ্য, এলাকার শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এই তকমা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রের তরফে দুটি পৃথক বিজ্ঞপ্তি নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু তথ্য দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের একাধিক জায়গায় আফস্পার আওতায় ‘অশান্ত এলাকা’র তকমা আরও ৬ মাসের জন্য বর্ধিত করা হল। প্রসঙ্গত, চিন সংলগ্ন এই এলাকা ভারতের নিরাপত্তার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। সদ্য কয়েক মাস আগে অরুণাচলে চিনের সেনার অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে ভারত। এদিকে, কেন্দ্র বলছে, দুই রাজ্যের আইন শঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই নয়া পদক্ষেপ করা হয়েছে। উল্লেখ্য, আফস্পার আওতায় ‘অশান্ত’ এলাকার সেনা তার বিশেষ ক্ষমতাবলে তল্লাশি, গ্রেফতারি,গুলি চালাতে পারে শৃঙ্খলা ধরে রাখার 'প্রয়োজনে'। আর সেই ‘প্রয়োজন’ কেবল ‘জনতার মধ্যে শৃঙ্খলা’ বজায় রাখতেই করতে হবে। আফস্পা ১৯৫৮ এর (১৯৫৮ এর ২৮) সেকশন ৩ এর আওতায় কেন্দ্র জানিয়েছে, অরুণাচল প্রদেশের তিরাপ, ছাংলাং, লংডিংকে এই অশান্ত এলাকার আওতায় রাখা হবে। অসম সংলগ্ন নামসাই জেলার নামসাইও মহাদেবপুর পুলিশ স্টেশনেরল আওতাধীন এই এলাকাগুলিতে এমনই পদক্ষেপ করার কথা বলা হয়েছে। গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ জারি রয়েছে এলাকায়। (নিশানায় মোদী, কোমর কষছে কংগ্রেস? 'শূর্পনখা' মন্তব্য ইস্যুতে রেণুকার কোন ইঙ্গিত )
এদিকে, আরও একটি বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, ১৯৫৮ সালের (১৯৫৮ এর ২৮ ) সেকশন তিন ধারা অনুযায়ী নাগাল্যান্ডের এলাকা নিয়ে পদক্ষপের কথা। এর আগে, নাগাল্যান্ডের নয়টি জেলায় ও ৪ টি আরও জেলার ১৬ টি পুলিশ স্টেশনের আওতায় বেশ কিছু এলাকায় এই বিশেষ তকমা জারি ছিল। এই এলাকাগুলিতে ২০২২ সালের ১ অক্টোবর থেকে এই বিশেষ নিয়ম লাগু ছিল। তবে এখন নাগাল্যান্ডের ৮ টি জেলা ও পাঁচটি জেলার ২১ টি পুলিশ স্টেশনে এই নিয়ম লাগু রয়েছে। আগামী ৬ মাসের জন্য ওই এলাকাগুলিতে বিশেষ অসান্ত এলাকার তকমা জারি থাকছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup