পড়ুয়াদের প্রতি বার্তায় চাপ না নিয়ে পড়াশোনায় ফোকাস বাড়ানোর টিপস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'পরীক্ষা পে চর্চা' ২০২৫ সাল-এ পরীক্ষার্থীদের প্রতি বেশ কিছু বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। দিল্লির সুন্দর নার্সারি-তে বসে পড়ুয়াদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি। এই আসরে, তিনি পড়ুয়াদের সঙ্গে জীবনের নানান বিষয় নিয়ে কথা বলতে থাকেন। কীভাবে সময়ের সদ্ব্যবহার করা যায়, কীভাবে সমস্যা কাটিয়ে ওঠা যায়, এই সমস্ত বিষয় এদিন উঠে আসে নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চর্চা' ২০২৫-ও।
পরীক্ষার টেনশন নিয়ে মোদীর বার্তা:-
নরেন্দ্র মোদী বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি আমাদের জীবনে আর সমাজের ভাবনায় গেঁথে আছে এমন যে আমরা স্কুলে ১০ এবং ১২ শ্রেণিতে পর্যাপ্ত নম্বর না পেলে জীবন শেষ হয়ে যাবে এবং তাই, আমরা বাড়িতে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখতে পাই … তোমাকে নিজেকে নিজেই প্রস্তুত হতে হবে।’ এর সঙ্গে মোদী বলছেন,'এর মানে হল, তোমার ওপর চাপ আছে, আর অনেকেই তোমাকে বলবে এটা করো সেটা করো..তবে এসব না ভেবে নিজেকে নিজে প্রস্তুত করতে হবে। তোমাকে নিজেকে চ্যালেঞ্জ করে যেতে হবে। নিজের মাথায় এই টেনশন নেবে না। নিজে ভেবে নিতে হবে আজ কতটা পড়ব, এটা করতে পারলেই নিজেকে টেনশন থেকে বের করতে পারবে।'
জীবনের নানান সমস্যার সমাধানের রাস্তা বের করা প্রসঙ্গে নরেন্দ্র মোদীর টিপস,' আপনার সমস্যা এবং অসুবিধা কাউকে, হয় পরিবার বা বন্ধু, এঁদের কাছে বলার চেষ্টা করো যা তৈরি করা চাপকে বের করে দিতে পারে। শোনা এবং কাউকে যত্ন করা মানুষের স্বভাব। সুতরাং, তোমার প্রিয়জনের সাথে তোমার চিন্তা শেয়ার করার চেষ্টা করো এবং তোমার ভয় থেকে বের হও। কখনই মন খারাপ করবে না।' সময়ের সদ্ব্যবহার নিয়ে মোদী বলেন,' আপনার সর্বাধিক পছন্দের বিষয়গুলিতে তোমার সর্বাধিক সময় দিচ্ছ এবং তোমার পছন্দের নয় এমন বিষয়গুলিতে কম সময় দিচ্ছ, এমনটা করো না। বিপরীতটা করো, কঠিন বিষয়গুলিকে চ্যালেঞ্জ হিসাবে নাও।'