স্নেহাশিস রায়
ভারত জোড়ো যাত্রায় কোভিড বিধি মানা হচ্ছে কি না তা জানতে চেয়ে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে এনিয়ে জানতে চাওয়া হয়েছিল। পালটা এনিয়ে এবার সুর চড়ালেন অশোক গেহলট। তিনি সাফ জানিয়ে দেন, আসলে কংগ্রেসের যাত্রাকে বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে।
এনিয়ে একের পর এক টুইট করেছেন গেহলট। তিনি লিখেছেন, ২১ ডিসেম্বর সকালেই রাজস্থানে ভারত জোড়ো যাত্রা শেষ হয়ে গিয়েছে। আর সেখানকার ভিড় দেখে বিজেপি, মোদী সরকার এতটা ভয় পেয়ে গিয়েছে যে ২০ ডিসেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন কোভিড বিধি মানার জন্য।
সেই সঙ্গে গেহলটের সংযোজন, ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কথা মনে আছে! জনস্বাস্থ্য নিয়ে সচেতন থাকলে তাঁর মোদীকেও চিঠি দেওয়া দরকার ছিল। তিনি বলেন, দিন দুয়ের আগে প্রধানমন্ত্রী ত্রিপুরায় সভা করেছিলেন। সেখানে কোনও কোভিড প্রটোকল মানা হয়নি। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সভা করেছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রীর উদ্দেশ্য যদি রাজনৈতিক না হয় তবে তিনি তো প্রথম চিঠিটা প্রধানমন্ত্রীকেই লিখতে পারতেন।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, কোভিড বিধি মেনে ভারত জোড়ো যাত্রা করুন। এটা না মানলে যাত্রা বাতিল করে দেওয়া হবে। টিকা যারা নিয়েছেন তারাই যাতে এতে অংশ নেন সেব্যাপারে বলা হয়েছে। মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে কোভিড বিধি মেনে পদক্ষেপ নেওয়া দরকার বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।