উত্তর প্রদেশের হাপুরে এক টোলপ্লাজায় টোলের টাকা চাওয়া ঘিরে ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। হাপুরের ওই টোলপ্লাজায় এক বুলডোজার চালককে টোল দেওয়ার জন্য বলা হয়। বুলডোজারের চালকের থেকে টোলের টাকা চান কর্তব্যরত কর্মী। আর টাকা চাইতেই ক্ষোভে ফেটে পড়েন, ওই বুলডোজার চালক। বুলডোজার নিয়ে তিনি সোজা হামলা চালান ওই টোলপ্লাজায়। চলে ভাঙচুর, তাণ্ডব!
উত্তরপ্রদেশের টোলপ্লাজায় হামলার ওই ঘটনায় স্বভাবতই আতঙ্কের রেশ তৈরি হয় ঘটনাস্থলে থাকা অনেকের মধ্যে। আতঙ্কে অনেকেই ছুটোছুটি করেন। টোলপ্লাজার ভিতরে থাকা অনেকে ছুটে পালাতে চেষ্টা করেন। এদিকে, ততক্ষণে ভাঙচুরে মত্ত হয়ে যান ওই চালক। গোটা ঘটনার ভিডিয়ো করতে থাকেন প্রত্যক্ষদর্শীরা। এরপর সেই ভিডিয়ো আসে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি দেখে নিন এই লিঙ্কে:-
(Viral Video: 'টোল'এর টাকা চাওয়ায় টোলপ্লাজায় বুলডোজার দিয়ে ভাঙচুর চালালেন চালক, কোথায় ঘটল?)
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো আসতেই আর কাল বিলম্ব করেনি পুলিশ। যোগীগড় উত্তর প্রদেশের পুলিশ এরপরই তৎপর হয়। পুলিশের সুপারিন্টেডেন্ট অভিষেক বর্মা বলছেন, এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিয়ো এসে পড়ে পুলিশের হাতে। সেই ভিডিয়োতে দেখা যায়, পিলখুয়া টোল প্লাজায় একজন বুলডোজার নিয়ে ভাঙচুর করছেন। পুলিশ জানাচ্ছে, ঘটনার সময় ওই চালক মদ্যপ অবস্থায় ছিলেন।
( Jamai Shasthi 2024: জামাইষষ্ঠী ২০২৪র তিথি ১২ জুন কতক্ষণ থাকছে সময়কাল? রইল পঞ্জিকামত)
শুধু যে বুলডোজার নিয়ে তাণ্ডব, বা টোলপ্লাজা ভাঙচুর তাই নয়, পাশাপাশি সেখানে উপস্থিত অনেককে মারধরও করতে উদ্যত হন ওই চালক। পুলিশ জানিয়েছে, পরে তাকে গ্রেফতার করা হয়েছে। ধীরজ নামের ওই অভিযুক্ত স্থানীয় একটি ইটভাটায় কর্মরত। সেখানে বুলডোডার চালায় যে। সেই বুলডোজার দিয়েই এই তাণ্ডব টোলপ্লাজায় চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, গুন্ডা অ্যাক্টের আওতায় ধীরজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধীরজের বুলডোজারও বাজেয়াপ্ত করেছে পুলিশ।