বিবাহিত দম্পতিদের জন্যে 'যৌথ আয়কর' ব্যবস্থার প্রস্তাব করল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এই প্রস্তাব জমা করেছে। প্রস্তাব অনুযায়ী, বিবাহিত দম্পতিদের 'একক' হিসেবে ধরা হোক। সেই ক্ষেত্রে দম্পতির সম্মিলিত আয় ১৪ লাখ হলে তাঁদের যাতে আয়কর না দিতে হয়। উল্লেখ্য, বর্তমানে নয়া কর ব্যবস্থায় একজন ব্যক্তিকে বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনও কর দিতে হয় না। এই আবহে জল্পনা শুরু হয়েছে, আইসিএআই-এর প্রস্তাব অনুযায়ী কি বাজেটে এই নয়া ব্যবস্থার ঘোষণা করবে সরকার? (আরও পড়ুন: আরজি কর মামলায় নয়া মোড়, সঞ্জয় রায়ের লড়াইয়ে 'প্রবেশ' শিবসেনার?)
আরও পড়ুন: ডিএ বাড়ছে না, তবে এরই মধ্যে সরকারি কর্মীদের জন্যে সুখবর শোনাল রাজ্য
এদিকে এবারের বাজেটে ২৫ শতাংশ আয়করের একটি নয়া স্ল্যাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক রিপোর্টে। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাজেট অধিবেশনে প্রত্যক্ষ কর সংক্রান্ত একটি নয়া বিল উত্থাপন করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এবার মানিকন্ট্রোলের রিপোর্টে দাবি করা হল, নয়া কর কাঠামোর দিকে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে সরকার বেশ কিছু পরিবর্তন আনতে পারে এবারের বাজেটে। তার মধ্যে ২৫ শতাংশের নয়া একটি আয়কর স্ল্যাব চালুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপরে কোনও আয়কর যাতে না দিতে হয়, সেই সম্পর্কিত ঘোষণাও করা হতে পারে এবারের বাজেটে। ওদিকে রিপোর্ট অনুযায়ী, ১৫ থেকে ২০ লাখের আয়ে ২৫ শতাংশ করের একটি স্ল্যাব আনা হতে পারে এবারের বাজেটে। (আরও পড়ুন: মাথায় হাত পড়বে ইউনুসের? বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা)
আরও পড়ুন: বন্ধ কোচিং সেন্টারের সামনে প্রতিবাদ অভিভাবকদের, মুখ খুলল FIITJEE
এর আগে আবার সম্প্রতি রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়, ১৫ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে। রয়টার্সকে দুই সরকারি কর্মী বলেন, '১৫ লাখ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়করে ছাড় দেওয়া হতে পারে।' এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন। তবে ২০২০ সালে চালু হওয়া নতুন কর কাঠামোর আওতাভুক্ত করদাতাদেরই এই ছাড় দেওয়া হতে পারে। উল্লেখ্য, বর্তমান কর কাঠামোয় রিবেটের সুবিধা ধরে শর্তসাপেক্ষে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত।