জুলাই অতিক্রান্ত মানেই আয়কর সংক্রান্ত যাবতীয় কাজকর্ম মিটে গিয়েছে - এরকম ভাবনা থাকলেও সেটা মোটেও নয়। কারণ ২০২৩ সালের নভেম্বরে আয়কর সংক্রান্ত একাধিক ‘ডেডলাইন’ আছে। বছরের একাদশ মাসে (নভেম্বর) আছে আয়কর সংক্রান্ত একাধিক ‘ডেডলাইন’। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শেষদিন পর্যন্ত আয়কর সংক্রান্ত এরকম একাধিক কাজের সময়সীমা শেষ হচ্ছে। নভেম্বরে কবে কোনদিনের মধ্যে কোন কাজ করতে হবে, তা দেখে নিন -
৭ নভেম্বর, ২০২৩
২০২৩ সালের অক্টোবরের টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) বা টিসিএস (ট্যাক্স কালেকটেড অ্যাট সোর্স) জমা দেওয়ার শেষ তারিখ হল ৭ নভেম্বর। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের টিসিএস বা টিডিএসের অঙ্কটাও সেদিনের মধ্যে জমা দিতে হবে সরকারি অফিসকে। সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে লাগবে না আয়কর চালান।
১৪ নভেম্বর, ২০২৩
সেপ্টেম্বরে আয়কর আইনের ১৯৪-আইএ ধারা, ১৯৪আইবি ধারা, ১৯৪এম ধারা এবং ১৯৪এস ধারার আওতায় যে ট্যাক্স কাটা হয়েছিল, সেটার জন্য টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) সার্টিফিকেট জমা দিতে হবে।
১৫ নভেম্বর, ২০২৩
নিয়ম অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকের টিডিএস সার্টিফিকেট (বেতন ছাড়া অন্যান্য লেনদনের ক্ষেত্রে যে কর কেটে নেওয়া হয়) জমা দিতে হবে। সেইসঙ্গে সরকারি অফিসকে জমা দিতে হবে ফর্ম ২৪জি (চালান ছাড়াই অক্টোবরের টিডিএস বা টিসিএস জমা দেওয়া হলে)। অক্টোবরের লেনদনের ক্ষেত্রে ফর্ম ৩বিবি'তে স্টেটমেন্ট জমা দিতে হবে স্টক এক্সচেঞ্জগুলিকে। যেক্ষেত্রে সিস্টেমে রেজিস্ট্রেশনের পর 'ক্লায়েন্ট কোড'-র সংশোধন করা হবে।
৩০ নভেম্বর, ২০২৩
১) আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ কাজ। আয়কর আইনের ১৯৪-আইএ ধারা, ১৯৪-আইবি ধারা, ১৯৪এম ধারা এবং ১৯৪এস ধারার আওতায় অক্টোবরে যে কর কেটেছে, সেটার চালান এবং স্টেটমেন্ট জমা দিতে হবে।
২) আন্তর্জাতিক বা নির্দিষ্ট ঘরোয়া লেনদেনের ক্ষেত্রে আয়কর আইনের ৯২ই ধারার আওতায় যাঁদের ইনকাম রিটার্ন জমা দিতে হয়, তাঁদের সেই কাজটা করার সুযোগ পাবেন ৩০ নভেম্বর পর্যন্ত (২০২৩-২৪ অর্থবর্ষ)। সেইসঙ্গে ২০২২-২৩ বছরের জন্য ফর্ম ৩সিইএএ জমা দিতে হবে আন্তর্জাতিক গোষ্ঠীগুলিকে।
৩) আয়কর আইনের ৫ডি, ৫ই এবং ৫এফ ধারার আওতায় গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের কোম্পানিকে স্টেটমেন্ট জমা দিতে হবে (যেক্ষেত্রে সময়সীমা হল ২০২৩ সালের ৩০ নভেম্বর)।
৪) আয়কর আইনের ১৩৯ (১) ধারার দুই নম্বর অনুচ্ছেদের (ক) উপধারার আওতায় থাকলে ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য সাত নম্বর আইটিআর (ইনকাম ট্যাক্স রিটার্ন) ফর্ম জমা দিতে হবে।