
আয়কর রিটার্নের রিফান্ড : কীভাবে আপনার স্টেটাস চেক করবেন?
১ মিনিটে পড়ুন . Updated: 01 May 2021, 07:09 PM ISTআয়কর রিটার্ন ফাইল করার পর ১০ দিনের বেশি পার হয়ে গেলে অবশ্যই আপনার স্টেটাস চেক করুন।
আয়কর রিটার্ন ফাইল করার পর ১০ দিনের বেশি পার হয়ে গেলে অবশ্যই আপনার স্টেটাস চেক করুন।
১ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে প্রায় ১১ লাখ করদাতার রিফান্ড হবে। মোট ১২,০৩৮ কোটি টাকা রিফান্ড হবে বলে জানিয়েছিল আয়কর দফতর। এরপরে অনেকেই আয়কর রিটার্নের রিফান্ডের অপেক্ষায় রয়েছেন। আয়কর রিটার্ন ফাইল করার পর ১০ দিনের বেশি পার হয়ে গেলে অবশ্যই আপনার স্টেটাস চেক করুন।
কীভাবে অনলাইনে আয়কর রিটার্নের রিফান্ড চেক করবেন?
আয়কর দফতরের সরকারি ওয়েবসাইট- incometaxindia.gov.in-এ যান।
সেখানে 'My Account' অপশনে ক্লিক করুন।
'Refund/Demand Status' অপশনে ক্লিক করুন।
এরপরেই নিম্নলিখিত তথ্যাবলী পেয়ে যাবেন-
১. অ্যাসেসমেন্টের বছর।
২. স্টেটাস।
৩. আয়কর রিটার্নের রিফান্ডে দেরি হওয়ার কারণ।
৪. পেমেন্টের মাধ্যম।
এখানে অ্যাসেসমেন্টের বছর ও রিফান্ড স্টেটাসটি খতিয়ে দেখতে হবে। যদি রিজেকশান বা ফেলিওর স্টেটাস থাকে, সেক্ষেত্রে 'Reason for failure of refund' অপশনে যেতে হবে।