গাড়িতে লেখা ছিল 'দুলহন হাম লে জায়েঙ্গে'। কিন্তু শেষপর্যন্ত গাড়িতে 'দুলহন' আর নিয়ে যাওয়া হল না। বরং মহারাষ্ট্রের একাধিক ইস্পাত প্রস্তুতকারী এবং নির্মাণকারী সংস্থার ৩০ টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ‘বরযাত্রী’ আয়কর দফতর।
আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গত ১ অগস্ট থেকে ৮ অগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের জালনার ব্যবসায়িক গোষ্ঠীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। 'হিন্দুস্তান মারাঠি'-র প্রতিবেদন অনুযায়ী, ১ অগস্ট একাধিক জায়গায় তল্লাশি চালায় নাসিকের আয়কর বিভাগ। বাজেয়াপ্ত করা হয় নগদ অর্থ, সোনা এবং ‘বেনামি’ সম্পত্তি।
আরও পড়ুন: Pan Card Rules: PAN কার্ড আছে? কিন্তু এই নিয়ম না মানলেই ১০,০০০ টাকা জরিমানা!
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ৩০ টির বেশি সমবায় ব্যাঙ্ক এবং একটি ফার্ম হাউসের ভিতরে থাকা লুকানো চেম্বার থেকে সেই বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করা হয়েছে। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, বাজেয়াপ্ত নথি বিশ্লেষণ করে যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে যে বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছে ওই সংস্থাগুলি। জিএসটি সংক্রান্ত প্রতারণায় জড়িত আছে বলেও জানানো হয়েছে। আয়কর দফতরের দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৫৬ কোটি টাকা, ১৪ কোটি টাকা মূল্যের গয়না এবং ১২০ কোটি টাকার বেশি হিসাব-বহির্ভূত কাঁচামাল। পুরো অর্থ গুনতে ১৩ ঘণ্টা লেগেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Cash Limit At Home: বাড়িতে কত টাকা নগদ রাখা যায়? কী বলছে আয়কর দফতরের নিয়ম
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, একেবারে ফিল্মি ঢঙে অভিযান চালায় আয়কর দফতর। আধিকারিকরা একাধিক গাড়িতে অভিযান চালাতে আসেন। তাতে বিয়ের গাড়ি বলে লেখা ছিল। গাড়িতে 'দুলহন হাম লে জায়েঙ্গে', 'সুনীল ওয়েডস প্রিয়াঙ্কা' স্টার সাঁটানো ছিল।