২০২২-২৩ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিল চলছে। সরকারি ই-ফাইলিং পোর্টালে ফাইলিং লাইভ রয়েছে। ফলে বেশি দেরি না করে আয়কর রিটার্ন ফাইলের তোড়জোড় শুরু করে ফেলাই ভালো।
গুরুত্বপূর্ণ তারিখ
আয়কর আইন অনুসারে, অ্যাসেসমেন্ট ইয়ার ২০২২/২৩ (অর্থবর্ষের ক্ষেত্রে যা কিনা ২০২১/২২)-এ ITR (যাঁরা ট্যাক্স অডিটের আওতাধীন নন) ফাইল করার শেষ তারিখ আগামী ৩১ জুলাই, ২০২২। অন্যান্য করদাতাদের জন্য (যাদের ক্ষেত্রে অডিট প্রযোজ্য), রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২।
২০২২-২৩ মূল্যায়ন বর্ষের ITR ফাইলিং | কীভাবে আয়কর রিটার্ন ফাইল করবেন, নতুন কী কী যোগ হল?
নতুন ফর্ম: আয়কর বিভাগ নতুন আইটিআর ফর্মের বিজ্ঞপ্তি দিয়েছে। ফর্ম ১ থেকে ফর্ম ৬।
> ITR ফর্ম 1/SAHAJ - বেতনভোগী কর্মচারীদের জন্য। যাঁদের অন্য কোন আয় নেই এবং বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম।
> ITR ফর্ম 2 - বেতনভোগী কর্মচারীদের জন্য যাঁদের বেতন ছাড়াও আয়ের অন্যান্য উৎস আছে, কিন্তু তা ব্যবসা থেকে নয়।
> ITR ফর্ম 3 - যাঁদের ব্যবসা থেকে আয়, তাঁদের জন্য।
> ITR ফর্ম 4 - বড় ব্যবসায়িক উপার্জন গোষ্ঠীর জন্য এটি প্রযোজ্য, যাঁরা তাঁদের বার্ষিক টার্নওভারের একটি অনুমানমূলক সংখ্যা প্রদান করতে পারবেন।
> ITR ফর্ম 5 - অংশীদারি সংস্থা থেকে আয় করেন এমন করদাতাদের জন্য।
> ITR ফর্ম 6 - সেকশন ১১ বাদে অন্য সকল রেজিস্টার্ড সংস্থার জন্য প্রযোজ্য।
ITR ফাইল করার জন্য কী কী নথি লাগবে?
> PAN কার্ড - স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) পরিচয়ের প্রমাণ হিসাবে গৃহীত হবে। সমস্ত আইটি রিটার্নেই এর উল্লেখ করতে হবে।
> আধার কার্ড - আধারের তথ্যাদি প্রদান করা আবশ্যিক। আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী এটি প্রযোজ্য।
> ফর্ম 16 - টিডিএস (উৎস থেকে কর কাটা) সার্টিফিকেট নামেও এটি পরিচিত। এটিই বেতনভোগী কর্মীদের জন্য আইটি রিটার্নের ভিত্তি।
> স্যালারি স্লিপ - বেতনভোগী করদাতাদের জন্য, মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), ভ্রমণ ভাতা (TA)-র বিবরণ পে-স্লিপে উল্লেখ করা থাকে।