চাকুরিজীবীরা বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে প্রচুর কর সঞ্চয় করতে পারেন। যদি সঠিক পরিকল্পনা বেছে নেন, তাতে অনেকটাই সুবিধা হবে। তাই অর্থবর্ষের প্রথম থেকেই এ বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দেওয়াই ভাল।
ট্রেডস্মার্টের সিইও বিকাশ সিংহানিয়ার কথায়, কর-সঞ্চয়কারী বিনিয়োগগুলিই করদাতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আয়কর আইন, ১৯৬১-এর 80C ধারার অধীনে নির্দিষ্ট কিছু বিনিয়োগে কর ছাড় পাবেন।
জনপ্রিয় অপশনগুলির মধ্যে রয়েছে কর্মীদের ভবিষ্যত তহবিল (EPF), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যূনতম ৫ বছর বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানত। তাছাড়া জীবন বিমা পলিসি, ELSS মিউচুয়াল ফান্ড, জাতীয় পেনশন স্কিম (NPS) এবং অন্যান্য পেনশন প্ল্যানেও কর বাঁচানোর সুযোগ পাবেন। এ বিষয়ে অবশ্যই আপনার আয়কর পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন।
'প্রতি অর্থবর্ষে বিনিয়োগের কারণে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা মেলে। এটি পুরানো কর ব্যবস্থা অনুযায়ী। যদি করদাতারা নতুন কর ব্যবস্থা বেছে নেন সেক্ষেত্রে 80C ধারার অধীনে ছাড় পাবেন,' বললেন বিকাশ সিংহানিয়া।
80C ধারায় কর ছাড় পেতে নিম্নলিখিত বিনিয়োগগুলি করতে পারেন
● কর সাশ্রয়ী ৫ বছরের আমানত
২০২১-২২ অর্থবর্ষে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ জুলাই। তবে অনেকে মনে করছেন কর ফাইলিংয়ের শেষ তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে। কিন্তু কেন্দ্র এখনও এ বিষয়ে কিছু জানায়নি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করাই ভাল।