এবারের বাজেটে ২৫ শতাংশ আয়করের একটি নয়া স্ল্যাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করা হল রিপোর্টে। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাজেট অধিবেশনে প্রত্যক্ষ কর সংক্রান্ত একটি নয়া বিল উত্থাপন করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এবার মানিকন্ট্রোলের রিপোর্টে দাবি করা হল, নয়া কর কাঠামোর দিকে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে সরকার বেশ কিছু পরিবর্তন আনতে পারে এবারের বাজেটে। তার মধ্যে ২৫ শতাংশের নয়া একটি আয়কর স্ল্যাব চালুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপরে কোনও আয়কর যাতে না দিতে হয়, সেই সম্পর্কিত ঘোষণাও করা হতে পারে এবারের বাজেটে। ওদিকে রিপোর্ট অনুযায়ী, ১৫ থেকে ২০ লাখের আয়ে ২৫ শতাংশ করের একটি স্ল্যাব আনা হতে পারে এবারের বাজেটে। (আরও পড়ুন: সেক্সে 'হ্যাঁ' মানে কি গোপন মুহূর্তের ভিডিয়ো করারও সম্মতি? কি বলল হাই কোর্ট?)
আরও পড়ুন: ঊষা ভান্সের ধর্ম কী? তিনি কোন দেশের নাগরিক? জবাবের খোঁজে হন্যে মার্কিনিরা
আরও পড়ুন: ইজরায়েলে হামাসের হামলায় 'ক্ষতি' হয়েছে আমাদের, বিস্ফোরক ইরানের শীর্ষস্থানীয় নেতা
এর আগে আবার সম্প্রতি রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়, ১৫ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা করদাতাদের ছাড় দেওয়া হতে পারে বাজেটে। রয়টার্সকে দুই সরকারি কর্মী বলেন, '১৫ লাখ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়করে ছাড় দেওয়া হতে পারে।' এর ফলে বিশেষত শহরের মধ্যবিত্ত চাকরিজীবীরা উপকৃত হবেন। তবে ২০২০ সালে চালু হওয়া নতুন কর কাঠামোর আওতাভুক্ত করদাতাদেরই এই ছাড় দেওয়া হতে পারে। উল্লেখ্য, বর্তমান কর কাঠামোয় রিবেটের সুবিধা ধরে শর্তসাপেক্ষে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। (আরও পড়ুন: ট্রাম্পের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা জয়শংকরের, চিন্তা বাড়বে ইউনুসের?)
আরও পড়ুন: মার্কিন মুলুকে থাকা বেআইনি অভিবাসীদের ফেরত নেবে ভারত? জবাব দিলেন জয়শংকর
আরও পড়ুন: নাক কাটল পাকিস্তানের, সন্ত্রাসবাদ নিয়ে পর্দা ফাঁস করে রিপোর্ট 'বন্ধু' তালিবানের
নয়া কাঠামো অনুযায়ী, কোনও করদাতার যদি বার্ষিক আয় ০ থেকে ৩ লাখ টাকা হয়, তাহলে তাকে কোনও আয়ক দিতে হবে না নয়া আয়কর কাঠামোয়। এরপর করযোগ্য আয় যদি ৩ থেকে ৭ লাখ হয়, তাহলে ৫ শতাংশ; করযোগ্য আয় যদি ৭ থেকে ১০ লাখ হয়, তাহলে ১০ শতাংশ; করযোগ্য আয় যদি ১০ থেকে ১২ লাখ হয়, তাহলে ১৫ শতাংশ; করযোগ্য আয় যদি ১২ থেকে ১৫ লাখ হয়, তাহলে ২০ শতাংশ; করযোগ্য আয় যদি ১৫ লাখের ওপরে হয়, তাহলে ৩০ শতাংশ।