বাংলা নিউজ > ঘরে বাইরে > নাক দিয়ে নেওয়া যাবে কোভিড টিকা, চালু হচ্ছে প্রজাতন্ত্র দিবসে, দাম কত?

নাক দিয়ে নেওয়া যাবে কোভিড টিকা, চালু হচ্ছে প্রজাতন্ত্র দিবসে, দাম কত?

ছবি সূত্র: এএফপি (AFP)

Nasal Covid Vaccine: প্রজাতন্ত্র দিবসের দিনই বাজারে এসে যাবে iNCOVACC নামের এই ভ্যাকসিন। ভারতীয় ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। এই বিষয়ে গত সপ্তাহেই ঘোষণা করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান-MD কৃষ্ণা এলা। নাক দিয়েই এই টিকা নেওয়া যাবে।

iNCOVACC Nasal Covid Vaccine: আগামী ২৬ জানুয়ারি আসছে ভারতের প্রথম 'ইন্ট্রানাসাল' COVID-19 টিকা। প্রজাতন্ত্র দিবসের দিনই বাজারে এসে যাবে iNCOVACC নামের এই ভ্যাকসিন। ভারতীয় ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক এই টিকা তৈরি করেছে। এই বিষয়ে গত সপ্তাহেই ঘোষণা করেন ভারত বায়োটেকের চেয়ারম্যান-MD কৃষ্ণা এলা। নাক দিয়েই এই টিকা নেওয়া যাবে।

1

কেন্দ্র ইতিমধ্যেই ১৮ বছরের বেশি বয়সীদের জন্য এই ইন্ট্রানাসাল কোভিড ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে। এটি একটি 'হেটেরোলোগাস বুস্টার ডোজ' হিসাবেও ব্যবহার করা হবে। অর্থাত্, যাঁরা আগে Covishield এবং Covaxin নিয়েছেন, তাঁরা এবার হেটেরোলগাস বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিন নিতে পারেন।

2

ইন্ট্রানাসাল মানে নাকের মাধ্যমে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। ফলে ইঞ্জেকশন নিয়ে যাঁদের ফোবিয়া আছে, তাঁদের জন্য সুখবর।

3

iNCOVACC বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল ভ্যাকসিন, যা কিনা প্রাইমারি সিরিজ এবং হেটেরোলগাস বুস্টারের ছাড়পত্র পেয়েছে।

4

বেসরকারি হাসপাতালের মাধ্যমে এই ভ্যাকসিন নেওয়া যাবে। কোভিড-১৯-এর ভ্যাকসিনের তালিকায় এটি অন্তর্ভুক্ত করা হবে। ভারত বায়োটেক জানিয়েছে, বেসরকারি হাসপাতালে এটি ৮০০ টাকা করে বিক্রি করা হবে। তবে সরকারকে তারা এটি ৩২৫ টাকা করে দিচ্ছে।

5

তবে, সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, সরকারকে বিশেষ ছাড় দিলেও এখনও পর্যন্ত কেন্দ্র বা কোনও রাজ্য থেকে এই টিকার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়নি।

6

আগে প্রাথমিক ২-ডোজের টিকাকরণের ক্ষেত্রে ১৮ বছর ও তার উর্ধ্বে জরুরি পরিস্থিতিতে এর সীমাবদ্ধ ব্যবহারের অনুমোদন ছিল। ভারত জুড়ে মোট ১৪টি ট্রায়াল সাইটে ৩,১০০ জনের উপর এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চালানো হয়।

7

বিদেশে iNCOVACC রফতানি করারও পরিকল্পনা করছে ভারত বায়োটেক। এখন খালি সংশ্লিষ্ট দেশগুলির থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষা মাত্র।

8

ওয়াশিংটন ইউনিভার্সিটি, সেন্ট লুইসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই টিকা তৈরি করা হয়।

9

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন