Multibagger stock: আদিত্য ভিশনের শেয়ারের দাম গত এক বছরে প্রায় ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে, এই প্রথম নয়। এর আগেও এই স্মল-ক্যাপ স্টকের শেয়ারে দুর্দান্ত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ১,৮০০ কোটি টাকার মার্কেট ক্যাপের এই সংস্থা কোভিড-পরবর্তী রিবাউন্ডে ১৮ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত স্তরে বেড়েছে। গত তিন বছরে এই স্টক শেয়ারহোল্ডারদের প্রায় ৮,২৫০ শতাংশ রিটার্ন দিয়েছে। আরও পড়ুন: ১ দিনেই ২৪০ কোটি টাকা কামালেন রেখা ঝুনঝুনওয়ালা! মালামাল করল TATA-র এই ৩ শেয়ার
আদিত্য ভিশন শেয়ারের হিস্ট্রি
গত এক মাসে, আদিত্য ভিশনের শেয়ারের দাম ইতিবাচক স্তরেই রয়েছে। এই সময়ের মধ্যে এই শেয়ার প্রায় ১.৫ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। তবে ইয়ার-টু-ডেটে (YTD) এই শেয়ার প্রায় ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে।
গত ছয় মাসে, এই মাল্টিব্যাগার শেয়ার প্রায় ১,৩৮৫ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা পর্যন্ত স্তরে বেড়েছে। প্রায় ৮ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। গত এক বছরে, বিহারের এই কোম্পানি শেয়ারহোল্ডারদের টাকা প্রায় দ্বিগুণ করে দিয়েছে। এই সময়ের মধ্যে শেয়ারটি প্রায় ৭১০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকায় চড়ে গিয়েছে। এই সময়ের মধ্যে শেয়ারটি প্রায় ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মাল্টিব্যাগার স্টকটি গত দুই বছরে শেয়ার প্রতি প্রায় ১৯০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। শেয়ারহোল্ডারদের প্রায় ৭০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। গত তিন বছরে, এই স্মল-ক্যাপ মাল্টিব্যাগার স্টক ১৮ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকায় পৌঁছে গিয়েছে। এই সময়ে এই শেয়ার ৮,২৫০ শতাংশ বেড়েছে।
আদিত্য ভিশনের শেয়ারের হিস্ট্রি অনুযায়ী, কোনও বিনিয়োগকারী যদি প্রায় এক বছর আগে এই স্মল-ক্যাপ স্টকে প্রায় ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই শেয়ারের দাম এখন বেড়ে ২.১০ লক্ষ টাকায় পৌঁছে যেত।
কোনও বিনিয়োগকারী যদি দুই বছর আগে এই মাল্টিব্যাগার স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তাঁর ১ লক্ষ টাকা এখন বেড়ে ৮ লক্ষ টাকা হয়ে যাবে। কোনও বিনিয়োগকারী যদি প্রায় ৩ বছর আগে এই মাল্টিব্যাগার স্মল-ক্যাপ স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর ১ লক্ষ টাকা বেড়ে এখন ৮৩.৫০ লক্ষ টাকা হয়ে যেত। আরও পড়ুন: শেয়ার বাজারে ছুটছে আদানি গ্রুপ! মাত্র ২ দিনে ৩,০০০ কোটি টাকা কামালেন NRI
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup