অসংখ্য বিপ্লবীর আত্মবলিদান, নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রাম থেকে শুরু সংসদে ভগৎ সিংয়ের বোমা মারা, মহাত্মা গান্ধীর ডান্ডি যাত্রা। দীর্ঘ লড়াইয়ের পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীন হয়েছে ভারত। সেই অসংখ্য ঐতিহাসিক ঘটনার জীবন্ত দলিল হয়ে আছে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন।
শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস পালনের মুহূর্তে দেখে নিন ১৯৪৭ সালের আশপাশের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’-এর কয়েকটি শিরোনাম।
ভারতের লাখ লাখ (মানুষ) আনন্দে উদ্বেলিত (India's Millions Rejoice)
ভারতের স্বাধীনতার সময় ‘হিন্দুস্তান টাইমস উইকলি’। ১৯৪৭ সালের ১৭ অগস্টের (রবিবার) কাগজে তুলে ধরা হয়েছে , প্রায় ২০০ বছর পর স্বাধীনতা লাভের উচ্ছ্বাস-আনন্দ।
দিল্লিতে পালন স্বাধীনতা সপ্তাহ
স্বাধীনতা সপ্তাহের উদযাপনে দিল্লির গান্ধী ময়দানে সভা রাজেন্দ্র প্রসাদের।
নোয়াখালি দাঙ্গা
১৯৪৬ সালে অধুনা বাংলাদেশের নোয়াখালি জেলায় সাম্প্রদায়িক শুরু হয়েছিল। মৃত্যু হয়েছিল ৫,০০০-এর বেশি মানুষ। ভারতের স্বাধীনতা লাভের ঠিক আগে আরও একবার দাঙ্গা শুরু হয়েছিল নোয়াখালিতে। সেখানে গিয়েছিলেন গান্ধীজি।
জিন্নার শেষবিদায় এবং সাম্প্রদায়িক উত্তেজনা
দেশভাগের দিকে এগিয়ে যাওয়ার সময় ভারতের পরিস্থিতি তুলে ধরা হয়েছে শিরোনামে। সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে পাকিস্তানে যাওয়ার হুমকি দিয়েছিলেন গান্ধীজি। দেশভাগের আগে মহম্মদ আলি জিন্নাহ ভারতকে 'শান্তি ও সমৃদ্ধি' শুভেচ্ছা জানান।
পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন?
১৪ অগস্টের মধ্যরাত
স্বাধীন ভারতের প্রতিজ্ঞা
১৬ অগস্ট সকালে দিল্লির লালকেল্লায় ভাষণ দিচ্ছেন নেহরু
দিল্লি পুরসভা কমিটির নয়া ভবন ঘুরে দেখছেন জওহরলাল নেহরু
তবে এবার করোনাভাইরাস মহামারীর কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনেকটাই কাটছাঁট করা হয়েছে। তা সত্ত্বেও সেই বিশেষ দিনে উন্মাদনায় কোনও ভাঁটা পড়েনি।