৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ দেশ জুড়ে উদযাপনের রেশ। বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লা থেকে দেশের উদ্দেশে ভাষণ ও পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। প্রথা মেনে চলে এই পরম্পরা। ৭৮ তম স্বাধীনতা দিবসের দিনও সেই প্রথার অপেক্ষা গোটা দেশে। লালকেল্লা থেকে এদিন সকালে ৭.৩০ নাগাদ জাতির উদ্দশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। সদ্য মোদী ৩.০ সরকারে আসার পর এটি তাঁর প্রথম ভাষণ স্বাধীনতা দিবসে। এদিকে, রাজ্যেও স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে। পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য ও দেশে স্বাধীনতা দিবস পালন ঘিরে কোন কোন ছবি উঠে আসছে দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলায়।
ক্রীড়াবিদদের শুভেচ্ছা মোদীর
মোদী বলেন,' ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে, আমি আমাদের সমস্ত ক্রীড়াবিদ এবং খেলোয়াড়দের অভিনন্দন জানাই...আগামী কয়েকদিনের মধ্যে, প্যারিস থেকে প্যারালিম্পিকে অংশ নিতে ভারতের একটি বিশাল দল রওনা হবে। আমি আমাদের সমস্ত প্যারালিম্পিয়ানদের শুভেচ্ছা জানাই।'
নতু ৭৫ হাজার মেডিক্যাল আসন
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এদিন বড় বার্তা দেন মোদী। তিনি জানান বিকশিত ভারতের লক্ষ্যে, দেশে ‘সুস্থ ভারত’ এর আওতায় আগামী ৫ বছরে দেশে ৭৫ হাজার নতুন মেডিক্যাল আসন তৈরি হতে চলেছে।
গেমিং এর দুনিয়ায় আমাদের পণ্য গোটা বিশ্বে পৌঁছক
গেমিং এর দুনিয়ায় আমাদের পণ্য গোটা বিশ্বে পৌঁছক, বার্তা মোদীর। গেমিং নিয়ে স্টার্ট আপগুলিকে আহ্বান মোদীর।
মহিলদের নিয়ে বড় বার্তা মোদীর
দেশের মহিলাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তাতে সারা দেশ ক্ষোভে। রাজ্য সরকাররে এগুলি গুরুত্বের সঙ্গে দেখতে হবে, এগুলোর তাড়াতাড়ি তদন্ত দরকার। মহিলাদের ওপর ধর্ষণ হয়, তখন তা নিয়ে আলোচনা হয়। তবে সাজাপ্রাপ্তদের নিয়ে সেভাবে আলোচনা হয় না। তাদের নিয়ে আলোচনা হোক। যাতে এর সাজা সম্পর্কেও মানুষ সচেতন হয়।
জনতার সেবা, প্রতি ক্ষেত্রের সেবা
দেশসেবার সুযোগ দিয়েছেন, যে আশীর্বাদ দিয়েছেন, তাতে আমার উদ্দেশ্য একটাই.. জনতার সেবা, প্রতি ক্ষেত্রের সেবা। সব মিলিয়ে উন্নয়নের শীর্ষে পৌঁছানোই লক্ষ্য, বলে দেশবাসীকে নতমস্তকে প্রাম জানান মোদী। যা হয়েছে তাতে সন্তোষ মনে করে বসে থাকার লোক নই, আরও নতুন নতুন লক্ষ্যে পৌঁছনই উদ্দেশ্য, বলেন মোদী।
সংবেদনশীলতার মার্গ-এ যাওয়ার বার্তা মোদীর
সংবেদনশীলতার মার্গ-এ চলার বার্তা দেন মোদী। মম-ভাব আমাদের কাজের শৈলী.. সমভাব চাই, মমভাবও চাই। করোনাকালেও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশের মধ্যে ভারত অন্যতম। তখন মনে হয় আমাদের দেশের দিশা ঠিক রয়েছে।
‘সমভাব, মমভাব’
‘সমভাব, মমভাব’এর বার্তা দিয়ে মোদী দেন, সহমর্মিতার বার্তা। জাত, মতের ফারাকের উপরে উঠে ‘হর ঘর তেরাঙ্গা’.. এইটাইতো আমাদের দেশের দিশা হবে, আজ সব ফারাক মুছে ‘হর ঘর তিরঙ্গা’।
সেনার এয়ার স্ট্রাইকের প্রশংসা মোদীর
প্রধানমন্ত্রী মোদী এদিন সেনার প্রশংসা করেন। তিনি বলেন, ‘ সশস্ত্র বাহিনী যখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইক চালায় তখন প্রত্যেক ভারতীয় গর্বিত হয়’।
আম জনতার সমস্যা নিয়ে কী বললেন মোদী?
রাজ্য হোক বা কেন্দ্র হোক, আপনি কোনও ধরনের সমস্যায় পড়লেই চিঠি লিখে সরকারকে জানান, বার্তা দিলেন মোদী। তিনি বলেন, সমস্যা সমাধানে সব ধরনের সরকার এগিয়ে আসবে, বলে আশা মোদীর।
নয়া রেকর্ডে মোদী
জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর পর মোদীই এমন প্রধানমন্ত্রী যিনি ১১ তম বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন ভারতে। জওহরলাল নেহরু ১৭ বার এই ভাষণ দিয়েছেন, ইন্দিরা গান্ধী ১৬ বার, আর মোদী এই ভাষণ দিলেন ১১ বার ।
স্পেস সেক্টর নিয়ে কী বললেন মোদী?
প্রধানমন্ত্রী বলেন, স্পেস সেক্টরে একাধিক স্টার্ট আপ আসছে। তিনি বললেন, স্পেস সেক্টরে ভারত নতুন উন্নয়ন আসছে, প্রাইভেট স্যাটেলাইটের দিকে অনেকে ঝুঁকছেন, বলেন মোদী।
দেশের যুবরা লাফানোর মেজাজে
'দেশের যুবরা লাফানোর মেজাজে', এই বার্তা দিয়ে মোদী বলেন দেশ সোনালী সময়ের মধ্যে রয়েছে, এই সময়ের সুযোগ যেতে দিলে চলবে না। তিনি টুরিজ্যম থেকে এমএসএমই, কৃষির উন্নয়নের জন্য শুভ বার্তা দেন। তিনি বলেন, প্রতি সেক্টরে আধুনিকতার প্রয়োজন রয়েছে।
স্বাধীনতা পেলেও…
স্বাধীনতা পেলেও দেশে ‘মাই বাপ কালচার’ এসেছিল। কাউকে না কাউকে না ধরলে পাওয়া যেত না সরকারি সুবিধা, আজ সরকার নিজে বিদ্যুৎ পৌঁছে দেয় ঘরে, মানুষের কাছে যায় সরকার, এই বার্তা দেন মোদী।
ব্যাঙ্কিং সংস্কার নিয়ে বললেন মোদী
ব্যাঙ্কিং সেক্টরে উন্নয়নের জন্য আমরা বহু সংস্কার করেছি। বিশ্বে কয়েকটি নামি ব্যঙ্কের মধ্যে ভারতের ব্যাঙ্কগুলি রয়েছে। ব্যাঙ্কের উন্নয়নের প্রভাব অর্থনীতিতে পড়ে- মোদী।
'আমরা বড় সংস্কার এনেছি'
মোদী বলেন, একটা সময় ছিল, যখন মানুষ মনে করতেন, যা চলছে চলুক। তিনি বলেন, 'এরপর দায়িত্ব আমাদের দেওয়া হয়। আমরা সংস্কার করেছি। আমাদের সংস্কারের প্রক্রিয়া কোনও চাপে নয়, বরং দেশকে নয়া রাস্তা দিতে তৈরি হয়েছএ, এই সংস্কারই বৃদ্ধির ব্লু প্রিন্ট।'
আমরা সেই ৪০ কোটি মানুষের রক্ত বহন করছি..
লালকেল্লার বুক থেকে মোদী বলেন, ‘ আমরা সেই ৪০ কোটি মানুষের রক্ত বহন করছি, যাঁরা ঔপনিবেশিক শাসনকে উপড়ে ফেলেছিলেন।’ তিনি বলেন, ‘আজ আমরা ১৪০ কোটি মানুষ, যদি আমরা সংকল্পবদ্ধ হয়ে এক দিকে একত্রিত হয়ে এগিয়ে যাই, তাহলে আমরা হতে পারব’।এছাড়াও লালকেল্লার ভাষণে বিদ্যুৎ সংযোগ থেকে স্বচ্ছ্ব ভারতের বার্তা দেন মোদী।
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ লালকেল্লার বুক থেকে বার্তা মোদীর
দেশের জন্য বাঁচতে হবে
‘দেশের জন্য বাঁচতে হবে’ এই প্রতিক্ষা দেশকে সমৃদ্ধি করতে পারে। বিকশিত ভারত ২০৪৭ শুধু ভাষণের শব্দ নয়, এর নেপথ্যে কঠোর পরিশ্রম রয়েছে। দেশের বহু মানুষের পরামর্শ নেওয়া হচ্ছে।
স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাঞ্জলী মোদীর
'আজ সেই অগণিত 'আজাদি কে দিওয়ানে'কে শ্রদ্ধা জানানোর দিন যাঁরা জাতির জন্য আত্মত্যাগ করেছেন। এ দেশ তাদের কাছে ঋণী', বলেন মোদী। তিনি বলেন, ৪০ কোটি দেশবাসী সেই সময় স্বাধীনতা আনে পারেন, ১৪০ কোটি দেশবাসী সেই ভাবনাতেই দেশকে সমৃদ্ধ করতে পারেন। বিকশিত ভারত-এর বার্তা দিয়ে ভাষণের শুরুতেই সুর চড়া করেন মোদী।
জাতীয় পতাকা উত্তোলন মোদীর
লালকেল্লায় প্রথা মেনে সকাল ৭.৩০ তে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের সকালে এই চিরাচরিত দৃশ্য এবারের ধরা দিল রাজধানীর বুকে।
লালকেল্লায় পৌঁঁছলেব রাহুল
এদিন সকালে বিরোধী দলনেতা রাহুল গান্ধী পৌঁছে যান লালকেল্লায়। লালকেল্লায় ততক্ষণে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, তিনি ছাড়াও এনএসএ অজিত ডোভাল থেকে শুরু করে কেন্দ্রের বিশিষ্ট মন্ত্রীরা।
বাসভবনে পতাকা উত্তোলন রাজনাথের
নিজের বাসভবনে এদিন পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর আগে, ‘হর ঘর তিরঙ্গা’র ডাক দিয়ে গোটা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তেরঙায় ঘর সাজানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
৭.৩০ তে মোদীর ভাষণ শুরু
আর কিছুক্ষণের মধ্যেই লালকেল্লায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। তারপর রয়েছে তাঁর জাতির প্রতি ভাষণ। মোদীর বক্তব্যের অপেক্ষায় দেশ।