বাংলা নিউজ > ঘরে বাইরে > INDIA Alliance: ইন্ডিয়া জোটের ১৩জনের সমন্বয় কমিটি, ঠাঁই পেলেন অভিষেক, সঙ্গে করে নিয়ে গিয়েছেন মমতা

INDIA Alliance: ইন্ডিয়া জোটের ১৩জনের সমন্বয় কমিটি, ঠাঁই পেলেন অভিষেক, সঙ্গে করে নিয়ে গিয়েছেন মমতা

মুম্বইতে বিরোধী জোটের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। (PTI Photo)  (PTI)

সব মিলিয়ে ১৩জনের কমিটি তৈরি হয়েছে। সেখানে তৃণমূলের পক্ষ থেকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপির পক্ষ থেকে রয়েছে শরদ পাওয়ার, কংগ্রেস দলের পক্ষ থেকে রয়েছেন কেসি বেনুগোপাল

মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার হোটেলে বসেছে ইন্ডিয়া জোটের আসর। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা এসে হাজির। তবে সূত্রের খবর, সেখানে ১৩জনের একটি সমণ্বয় কমিটি তৈরি হয়েছে। অর্থাৎ ২৮টি দলের শীর্ষ নেতা নেত্রীদের সঙ্গে সমণ্বয় রক্ষা করবে এই কমিটি। কোথাও কোনও জট পাকিয়ে উঠছে কি না সেটা দেখবে এই কমিটি। আর তাৎপর্যপূর্ণভাবে সেই কমিটিতে থাকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবারও ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও মুম্বইতে গিয়েছিলেন। তিনি আগের দিন কাকভোরে রাহুল গান্ধীর বাড়িতে গিয়েও তাঁর সঙ্গে দেখা করেছিলেন বলে খবর। তবে অবশেষে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ কমিটিতে নাম উঠল অভিষেকের। তৃণমূলের প্রতিনিধি হিসাবে তাঁর নাম দেওয়া হয়েছে।

সব মিলিয়ে ১৩জনের কমিটি তৈরি হয়েছে। সেখানে তৃণমূলের পক্ষ থেকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনসিপির পক্ষ থেকে রয়েছে শরদ পাওয়ার, কংগ্রেস দলের পক্ষ থেকে রয়েছেন কেসি বেনুগোপাল, পিডিপির পক্ষ থেকে রয়েছে মেহেবুবা মুফতি, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর পক্ষ থেকে রয়েছেন সঞ্জয় রাউত, ডিএমকের পক্ষ থেকে রয়েছেন এমকে স্ট্যালিন। ন্যাশানাল কনফারেন্সের পক্ষ থেকে রয়েছেন ওমর আবদুল্লাহ, আপের পক্ষ থেকে রাঘব চাড্ডা, আরজেডির পক্ষ থেকে এই কমিটিতে রয়েছেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, জেএমএমের পক্ষ থেকে এই কমিটিতে রয়েছেন হেমন্ত সোরেন, সিপিআইয়ের পক্ষ থেকে এই কমিটিতে রয়েছেন ডি রাজ্য, সমাজবাদী পার্টির জাভেড আলি খান, জেডিইউর পক্ষ থেকে এই কমিটিতে রয়েছেন লালন সিংহ।

ইন্ডিয়া জোটের জোরদার বৈঠক মুম্বইতে। মোদীকে পরাস্ত করতে একেবারে আদা- জল খেয়ে ময়দানে নেমেছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রণকৌশল তৈরির প্রক্রিয়া চলছে পুরোদমে। বৈঠক শেষে বিরোধী নেতৃত্বরাও মুখ খুলতে শুরু করেছেন। তবে গোটা দেশ থেকে তাবড় বিরোধী নেতৃত্বকে নিয়ে তৈরি করা হয়েছে এই সমণ্বয় কমিটি।

 

বন্ধ করুন