আটক থাকা মৎস্যজীবীদের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করল ভারত ও বাংলাদেশ। সব মিলিয়ে ১৮৫জন মৎস্যজীবীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফেও টুইট করে গোটা বিষয়টি জানানো হয়েছে। তারা জানিয়েছে যে ৯০জন বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে তার মধ্যে ডুবতে বসা জাহাজ কৌশিক থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরাও রয়েছেন।
বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে প্রেস বার্তায় বলা হয়েছে, ভারতের উপকূলরক্ষী বাহিনী ৯৫জন ভারতীয় মৎস্যজীবীকে পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ৯০জন বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই ভারতের কাছে আটক থাকা দুটি বাংলাদেশি ট্রলার ও বাংলাদেশের কাছে আটক থাকা ৬টি ভারতীয় ট্রলারকে সংশ্লিষ্ট দেশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশে আটক থাকা মৎস্যজীবীদের দেশে ফেরাতে তৎপর ছিলেন বাংলার মুখ্য়মন্ত্রীও। এবার যে মৎস্যজীবীরা দেশে ফিরলেন তাঁদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্য়মন্ত্রী। প্রসঙ্গত কাকদ্বীপ এবং নামখানার ৯৫ জন মৎস্যজীবীকে দ্রুত দেশে ফেরাতে তৎপর হয়েছিল নবান্নও। মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে ঘরে ফিরছেন তাঁরা।