India and West Bengal News Live Update: প্রায় সপ্তাহখানেক কাটতে চলল। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের তিন সামরিক বাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে দেশের একাংশে এখনও বিক্ষোভ অব্যাহত। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ট্রেন বাতিল হয়েছে। তারইমধ্যে পাটনা-দিল্লি বিমান ওড়ার পথেই আগুন ধরে যায়। পশ্চিমবঙ্গ-সহ ভারতের এরকমই সাম্প্রতিক খবর জেনে নিন লাইভ ব্লগে।
19 Jun 2022, 09:17:32 PM IST
অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় ৩৫ WhatsApp গ্রুপ ব্যান: রিপোর্ট
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 'অগ্নিপথ' নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় ৩৫ টি হোয়্যাটসঅ্যাপ গ্রুপের উপর নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্রীয় সরকার।
19 Jun 2022, 08:10:24 PM IST
রেল, সাইবার সুরক্ষায় একসঙ্গে কাজ করতে চায় ভারত-বাংলাদেশ: জয়শংকর
নয়াদিল্লিতে এস জয়শংকর বলেন, 'উন্নয়ন এবং বাণিজ্যের দিক থেকে এই মুহূর্তে (দক্ষিণ-পূর্ব এশিয়া) এলাকায় বাংলাদেশ আমাদের সহযোগী দেশ। টিকা, ওষুধ বণ্টনের নিরিখে আমরা হাতে হাত মিলিয়ে (করোনাভাইরাস) মহামারীর মোকাবিলা করেছি। সাইবার সুরক্ষা, রেলের উন্নতির মতো নয়া ক্ষেত্রে আমাদের সম্পর্ক এগিয়ে যেতে চাই।'