India and West Bengal News Live Update: প্রায় সপ্তাহখানেক কাটতে চলল। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের তিন সামরিক বাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে দেশের একাংশে এখনও বিক্ষোভ অব্যাহত। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ট্রেন বাতিল হয়েছে। তারইমধ্যে পাটনা-দিল্লি বিমান ওড়ার পথেই আগুন ধরে যায়। পশ্চিমবঙ্গ-সহ ভারতের এরকমই সাম্প্রতিক খবর জেনে নিন লাইভ ব্লগে।
অগ্নিপথ নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় ৩৫ WhatsApp গ্রুপ ব্যান: রিপোর্ট
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 'অগ্নিপথ' নিয়ে ভুয়ো খবর ছড়ানোয় ৩৫ টি হোয়্যাটসঅ্যাপ গ্রুপের উপর নিষেধাজ্ঞা চাপাল কেন্দ্রীয় সরকার।
রেল, সাইবার সুরক্ষায় একসঙ্গে কাজ করতে চায় ভারত-বাংলাদেশ: জয়শংকর
নয়াদিল্লিতে এস জয়শংকর বলেন, 'উন্নয়ন এবং বাণিজ্যের দিক থেকে এই মুহূর্তে (দক্ষিণ-পূর্ব এশিয়া) এলাকায় বাংলাদেশ আমাদের সহযোগী দেশ। টিকা, ওষুধ বণ্টনের নিরিখে আমরা হাতে হাত মিলিয়ে (করোনাভাইরাস) মহামারীর মোকাবিলা করেছি। সাইবার সুরক্ষা, রেলের উন্নতির মতো নয়া ক্ষেত্রে আমাদের সম্পর্ক এগিয়ে যেতে চাই।'
ব্রহ্মপুত্রে নৌকাডুবি, নিখোঁজ ৫, ঘটনাস্থলে NDRF, SDRF
অসম: ডিব্রুগড়ের রোহমোরিয়াতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি। নিখোঁজ পাঁচজন। ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপার বিতুল চেটিয়া জানিয়েছেন, নৌকায় ন'জন যাচ্ছিলেন। চারজন সাঁতরে প্রাণে বেঁচেছেন। ঘটনাস্থলে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্যজাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
Agnipath Recruitment: 'অগ্নিপথ' হিংসায় জড়িত থাকলে কি সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে? জানাল কেন্দ্র
'অগ্নিপথ' প্রকল্প ঘোষণার পর দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলেছে। জ্বালানো হয়েছে আগুন। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেন, গাড়ি। চলেছে তাণ্ডব। যাঁরা সেই হিংসায় জড়িত, তাঁদের তিন সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে কি? – জেনে নিন এখানে
SpiceJet Plane Catches Fire: ওড়ার পরেই মাঝ আকাশে বিমানে আগুনের ঝলক, ধরা পড়ল ক্যামেরায়
ওড়ার পরেই আগুন। বিমানবন্দরে ফিরে এল স্পাইসজেটের পাটনা-দিল্লি বিমান। বিমানে ১৮৫ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁরা সুরক্ষিত আছেন। রবিবার বেলা ১২ টা নাগাদ পাটনা বিমানবন্দর থেকে ওড়ে বোয়িং ৭৩৭ বিমানটি। খাগাউল ও ফুলওয়ারিশরিফের মধ্যে বিমানে আগুন দেখা যায় - দেখুন এখানে
‘সামরিক বাহিনীর গড় বয়স বৃদ্ধি পাওয়ার বিষয়টি উদ্বেগজনক’
প্রতিরক্ষা মন্ত্রক: সামরিক বাহিনীর গড় বয়স বৃদ্ধি পাওয়ার বিষয়টি উদ্বেগজনক। কার্গিল পর্যালোচনা কমিটিও বিষয়টি নিয়ে আলোচনা করেছিল।
অগ্নিপথে অগ্নিকাণ্ড
প্রায় সপ্তাহখানেক কাটতে চলল। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে দেশের তিন সামরিক বাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে দেশের একাংশে এখনও বিক্ষোভ অব্যাহত। তার জেরে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ট্রেন বাতিল হয়েছে। তারইমধ্যে পাটনা-দিল্লি বিমান ওড়ার পথেই আগুন ধরে যায়। পশ্চিমবঙ্গ-সহ ভারতের এরকমই সাম্প্রতিক খবর জেনে নিন লাইভ ব্লগে।
'শুধু 'অগ্নিপথ'-র মাধ্যমেই সামরিক বাহিনীতে নিয়োগ', বিক্ষোভের মধ্যে কেন্দ্র
কেন্দ্রের তরফে রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক বৈঠকে জানানো হল, শুধু 'অগ্নিপথ'-র মাধ্যমেই সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে। রুটিন পদ্ধতিতে নিয়োগ করা হবে না।
‘অগ্নিপথ প্রত্যাহার করা হবে না, এটা দেশকে যুবক করে তোলার পদক্ষেপ’
দেশের একাংশে বিক্ষোভের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের সামরিক বাহিনী সংক্রান্ত দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী বললেন, 'অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা হবে না। দেশকে যুবক করে তোলার জন্য প্রগতিশীল পদক্ষেপ।'
প্রতিটি রাজ্যের পুলিশে অগ্নিবীরদের নিয়োগে আর্জি করা হবে: কেন্দ্র
প্রতিরক্ষা মন্ত্রক: পুলিশ বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজ্যকে অনুরোধ করা হবে।
'অগ্নিপথ'-র মাধ্যমে ধাপে ধাপে ১.২৫ লাখ নিয়োগ, আশ্বাস কেন্দ্রের
‘অগ্নিপথ’-র মাধ্যমে ‘অগ্নিবীর’ নিয়োগ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সাংবাদিক বৈঠকে সামরিক বাহিনী সংক্রান্ত দফতরের অতিরিক্ত সচিব অনিল পুরী: লেফটেন্যান্ট জেনারেল আগামী চার-পাঁচ বছরে ৫০,০০০-৬০,০০০ জওয়ান নিয়োগ করা হবে। যা ধাপে ধাপে বাড়িয়ে ৯০,০০০ থেকে এক লাখ করা হবে। পরবর্তীতে তা বেড়ে দাঁড়াবে ১.২৫ লাখ। প্রকল্পটি পর্যবেক্ষণের জন্য প্রথমে ৪৬,০০০ জনকে নিয়োগ করব আমরা।
গাছে উঠলেন পাভলভের রোগী, ৩০ মিনিটের চেষ্টায় নামাল দমকল
গাছে উঠে পড়লেন পাভলভ হাসপাতালের এক রোগী। হাসপাতাল চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছে উঠে পড়েন ৪০ বছরের ব্যক্তি। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাঁকে নামিয়ে আনে দমকল।
কাবুলের গুরুদ্বারে জঙ্গি হামলার পরই নড়েচড়ে বসল দিল্লি, নেওয়া হল বড় পদক্ষেপ
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি গুরুদ্বারে হামলা হয়েছিল শনিবারই। এরপরই বড় পদক্ষেপ করল ভারত। স্বরাষ্ট্র মন্ত্রক আফগানিস্তানের ১০০ জনেরও বেশি শিখ এবং হিন্দুকে অগ্রাধিকারের ভিত্তিতে ই-ভিসা দিল একদিনেই। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে কাবুল হামলার পরেই স্বরাষ্ট্র মন্ত্রক আফগানিস্তানের ১০০ জনেরও বেশি শিখ এবং হিন্দুকে অগ্রাধিকার ভিত্তিতে ই-ভিসা দিয়েছে - বিস্তারিত পড়ুন এখানে
ওড়ার পরেই বিমানে আগুন, ১৮৫ যাত্রী নিয়ে অবতরণ বিমানবন্দরে
ওড়ার পরেই আগুন লেগে গেল পাটনা-দিল্লির স্পাইসজেটের বিমানে। যে বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। সুরক্ষিতভাবে বিমানটি পাটনা বিমানবন্দরে অবতরণ করেছে। সূত্রের খবর, বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেছেন, 'বিমানের বাঁ-দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যাওয়ার পর তা বিমানবন্দরে ফিরে আসে। সুরক্ষিতভাবে অবতরণ করেছে বিমানটি। সম্ভবত পাখির ধাক্কা লাগায় বা যান্ত্রিক ত্রুটির জন্য আগুন ধরে গিয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ১৮৫ জন যাত্রীই সুরক্ষিত আছেন।'